Paschim Bardhaman: শিবরাত্রি উপলক্ষে প্রাচীন মন্দিরে হবে শিব-পার্বতীর বিয়ে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্রাচীন এই মন্দিরে শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে হয়। আসেন বরযাত্রী। সমস্ত বরযাত্রীকে শিবমন্দিরে পাত পেড়ে খাওয়ানো হয় ভোগ প্রসাদ। এমনই একটি মন্দির রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়।
পশ্চিম বর্ধমান: আগামীকাল মহা শিবরাত্রি। দেশজুড়ে কৈলাসপতির আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। বিভিন্নভাবে হবে পূজা পাঠ। ইতিমধ্যে অনেক জায়গায় হোম যজ্ঞ, পুজোপাঠ শুরু হয়ে গিয়েছে। শিবরাত্রি উপলক্ষে জেলার বহু প্রাচীন মন্দিরগুলিতে মহা ধুমধামের সঙ্গে পালিত হবে মহা শিবরাত্রি। বিভিন্নভাবে পুজো হবে। সব জায়গায় একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে আজ আপনাদের এমন একটি শিব মন্দিরের কথা জানাব, যেখানে শুধু মহা শিবরাত্রি পুজো বা ভক্তের সমাগম হয় না, হয় আরও অনেক কিছু। প্রাচীন এই মন্দিরে শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে হয়। আসেন বরযাত্রী। সমস্ত বরযাত্রীকে শিবমন্দিরে পাত পেড়ে খাওয়ানো হয় ভোগ প্রসাদ। এমনই একটি মন্দির রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমানের পানাগড়ের দার্জিলিং মোড় এর কাছে রয়েছে উড়িয়া বাবার মন্দির। বহু প্রাচীন মন্দিরে প্রতিবছর মহা ধুমধামে পালিত হয় শিবরাত্রি। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরের শিবের মাথায় জল ঢালতে। তবে এই মন্দিরের বিশেষত্ব শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে। স্থানীয় একটি বিশ্বকর্মা মন্দির থেকে এই মন্দিরে আসেন বরযাত্রী অর্থাৎ ভক্তরা। তাদের সকলকে শিব মন্দির চত্বরে খাওয়ানো হয়। বহু প্রাচীন রীতি এখনো পর্যন্ত চলে আসছে। এ বছর তার অন্যথা হবে না। তবে বহু প্রাচীন এই মন্দিরটি ভগ্নদশা হয়েছিল। কিন্তু স্থানীয় এক বিজেপি নেতা উদ্যোগ নিয়ে এই মন্দির সংস্কারের কাজ শুরু করেছেন। যাতে শিবরাত্রিতে পুজো দিতে এসে ভক্তদের সমস্যা না হয়, বা মন্দিরটি যাতে তার স্বমহিমায় টিকে থাকতে পারে, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন বিজেপি নেতা রমন শর্মা।
Location :
First Published :
February 28, 2022 1:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: শিবরাত্রি উপলক্ষে প্রাচীন মন্দিরে হবে শিব-পার্বতীর বিয়ে