West Bardhaman News|| চুরি যাচ্ছিল আস্ত একটি লরি, পুলিশের নজর পড়তেই এ কী কাণ্ড! তোলপাড়

Last Updated:

Lorry stolen from Panagarh: পুলিশের তৎপরতায় বড় ক্ষতির মুখ থেকে বাঁচলেন মালিক। আর চোর গেল শ্রীঘরে। তবে এই লরি উদ্ধার কাণ্ড বেশ রোমহর্ষক।

+
title=

#কাঁকসা: চুরি হয়ে যাচ্ছিল আস্ত একটি লরি। তবে পুলিশের তৎপরতায় বড় ক্ষতির মুখ থেকে বাঁচলেন মালিক। আর চোর গেল শ্রীঘরে। তবে এই লরি উদ্ধার কাণ্ড বেশ রোমহর্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটিকে পুরশা এলাকার একটি পেট্রোল পাম্প থেকে চুরি করে আনা হয়েছিল। পরিকল্পনা ছিল পানাগড়ে লরিটিকে বিক্রি করে দেওয়ার। কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে চোর। আর বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন লরির মালিক।
জানা গিয়েছে, কাঁকসা থানার পুলিশের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া লরিটি। লরি চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম ইজাজুল আনসারি। ধৃত যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায়।
আরও পড়ুনঃ সমবায় সমিতির নির্বাচনে চলল গুলি! কোথায় ঘটেছে এমন কাণ্ড? জানুন
কাঁকসা পুলিশ জানিয়েছে, গভীর রাত্রে পানাগরের দার্জিলিং মোড়ে একটি লরি দীর্ঘক্ষন ধরে বন্ধ অবস্থায় দাঁড়িয়েছিল। কিন্তু লরির চালক, দীর্ঘক্ষণ চেষ্টা করেও লরিটিকে স্টার্ট করতে পারছিলেন না। এরপরই কাঁকসা থানার টহলরত ভ্যানের পুলিশ কর্মীরা লরির চালককে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার সময়, পুলিশকে দেখে লরির চালক পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে ওই লরি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে লরিটিকে পুরসা এলাকা থেকে চুরি করে নিয়ে পানাগড়ে বিক্রি করার চেষ্টা করেছিল। তারপরই পুলিশ ওই লরির চালককে গ্রেফতার করে, এবং লরির মালিককে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
এ দিন সকালে চুরি হওয়া লরির মালিক কাঁকসা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তৎপরতায় লরি ফিরে পেয়ে কাঁকসা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লরির মালিক শেখ জৈকত।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News|| চুরি যাচ্ছিল আস্ত একটি লরি, পুলিশের নজর পড়তেই এ কী কাণ্ড! তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে নিম্নচাপ ! উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন
সাগরে নিম্নচাপ ! উত্তরের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?
  • সাগরে নিম্নচাপ !

  • উত্তরের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement