West Burdwan News: হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ, ধাক্কা খেলেন জিতেন্দ্র জায়া

Last Updated:

West Burdwan News: কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের যে আবেদন চৈতালী তিওয়ারি করেছিলেন, সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী
জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী
আসানসোল, পশ্চিম বর্ধমান: কলকাতা হাইকোর্টের কাছে ধাক্কা খেলেন জিতেন্দ্র জায়া চৈতালি তিওয়ারি। আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের যে আবেদন চৈতালী তিওয়ারি করেছিলেন, সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। চৈতালি তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ আরও তিনজন কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দিয়েছে। যার ফলে কম্বল বিতরণ কাণ্ডে ফের কিছুটা বেকারদায় পড়লেন জিতেন্দ্র জায়া এবং আসানসোলের প্রাক্তন মেয়র।
প্রসঙ্গত, আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালে বিজেপির পক্ষ থেকে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিবচর্চা নামের ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিতে তিওয়ারি। কিন্তু ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় সুখেন বাউরী নামে এখন এক ব্যক্তি আসানসোলে একটি মামলা দায়ের করেছিলেন। তারপর থেকে জল গড়িয়েছে অনেক দূর।
প্রথম দিকে পুলিশের সঙ্গে তদন্ত সহযোগিতা না করলেও, আদালতের দেওয়া অন্তর্বর্তী জামিনের শর্তে জিতেন্দ্র পত্নী চৈতালি তিওয়ারি দু'বার পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন। তবে তিনি কলকাতা হাইকোর্টের কাছে এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে এই সময় কিছুটা বেকায়দায় পড়লেন জিতেন্দ্র তেওয়ারি এবং তাঁর স্ত্রী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আইনজ্ঞদের বিশেষ নজর রয়েছে এই মামলার পরবর্তী পদক্ষেপ কোন দিকে যায়, সেদিকে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ, ধাক্কা খেলেন জিতেন্দ্র জায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement