হোম /খবর /কলকাতা /
গলা খুসখুস, কথা বলতে সমস্যা! SSKM-এ হঠাৎ হাজির রাজ্যপাল

C V Anand Bose | SSKM: গলা খুসখুস, কথা বলতে সমস্যা! SSKM-এ হঠাৎ হাজির রাজ্যপাল

এর আগেও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সরকারি হাসপাতালের উপরে ভরসা করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। কদিন আগে দাঁতের সমস্যায় ভুগতে হয়েছিল রাজ্যপালকে।

  • Share this:

কলকাতা: গলার সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মূলত, নাতি দীর্ঘ ভাষণ দিতে গেলে গলায় সমস্যা হচ্ছে তাঁর। প্রায়ই গলা খুসখুস করছে। এই সমস্ত সমস্যা নিয়েই বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ তিনি পৌঁছন রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ। হাসপাতালের বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্ত এবং তাঁর চিকিৎসক দল খতিয়ে দেখলেন রাজ্যপালের সমস্যা।

তবে এবারই প্রথম নয়। এর আগেও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সরকারি হাসপাতালের উপরে ভরসা করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। কদিন আগে দাঁতের সমস্যায় ভুগতে হয়েছিল রাজ্যপালকে। তখনও কোনও বেসরকারি প্রতিষ্ঠানের যাওয়ার বদলে তিনি দাঁতের চিকিৎসা করানোর জন্য আর আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজকেই বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে অতিরিক্ত ট্রেন, কোন কোন সময়ে মিলবে মেট্রো, দেখে নিন এক ঝলকে

এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পরে এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত বলেন, "গলায় কিছু অসুবিধার জন্য তিনি এসেছিলেন। বেশিক্ষণ কথা বলতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন। আমরা ওঁর একটা ভয়েস অ্যানালিসিস টেস্ট করেছি। সমস্যা শুনে আগামী দিনে চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া হবে। আমাদের হাসপাতালে সমস্ত মেডিক্যাল পরিষেবাই যথেষ্ট উন্নতমানের। তাই চিকিৎসায় কোনও সমস্যা হবে না রাজ্যপালের।"

আরও পড়ুন: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর

নাম প্রকাশে অনিচ্ছুক এসএসকেএম হাসপাতালেরই এক বর্ষীয়ান চিকিৎসক বলেন, "রাজ্যের সাংবাদিনিক প্রধান যখন তাঁর নিজের শারীরিক চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপরেই ভরসা রাখেন,তখন রাজ্যবাসীরও সরকারি হাসপাতালের উপরে ভরসা অনেক অংশে বেড়ে যায়। আমরাও আরও ভাল কাজ করার চেষ্টা করি। ওঁকে অনেক ধন্যবাদ রাজ্যের সরকারি হাসপাতালের উপর এত বিশ্বাস রাখার জন্য।"

Published by:Satabdi Adhikary
First published: