Durgapur News: দুর্গাপুজোর আগেই কালীপুজোর প্রস্তুতি শুরু! চমক শহরে
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্গাপুজোর আগেই শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি! ৩০ লাখি বাজেট নিয়ে চমক শহরে
পশ্চিম বর্ধমান: শরতের হাওয়ায় মাথা দোলাচ্ছে কাশ ফুল। বাতাসে শিউলি ফুলের গন্ধ। চারিদিকে পুজো পুজো ভাব। বাংলাজুড়ে পুজোর প্রস্তুতি তুঙ্গে উঠেছে। পুজো উদ্যোক্তারাও শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে চরম ব্যস্ত। আগমনীকে স্বাগত জানানোর প্রয়াস চতুর্দিকে। এমন অবস্থায় দুর্গাপুজোর আগেই শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি!
খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুরে শুরু হয়ে গেল শ্যামা আরাধনার কাজ। দুর্গাপুরে দুর্গাপুজোয় একাধিক থিমের চমক থাকলেও, কালী পুজোয় ততটা জাঁকজমক থাকে না। কিন্তু শহরে যতগুলি কালী পুজো হয় তার মধ্যে অন্যতম নিউটন ইয়ং কর্নার ক্লাবের কালী পুজো। সেই ক্লাবের উদ্যোক্তারা মাসখানেক বাকি থাকতেই শুরু করে দিলেন প্রস্তুতি।
advertisement
advertisement
দুর্গাপুজোর আগেই কালীপুজোর খুঁটিপুজো রীতিমতো মানুষের নজর কেড়েছে। ইস্পাত নগরীর বি-জোনে নিউটন ইয়ংস কর্নার ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগরনিগম প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা ও অন্যান্য ক্লাবের সদস্যরা। এবছর ৪৮ তম বর্ষে পদার্পণ করছে এই ক্লাবের কালীপুজো।
তবে এখনই থিম নিয়ে মুখ খুলতে চান না উদ্যোক্তারা। পুজোর অন্যতম এক উদ্যোক্তা বলেছেন, প্রতিবছরের মত এ বছরও তাঁদের অভিনব থিম দর্শকদের আকর্ষণ করবে। এবছরের পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানান ক্লাব সদস্য সুমন্ত ব্যানার্জি। তিনি জানিয়েছেন, পুজোর সময় ক্লাবের তরফ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2023 1:17 PM IST





