Durgapur News: দুর্গাপুরের আকাশে উড়ল ইসরোর আদিত্য এল-১! এ কী অবাক কাণ্ড

Last Updated:

ইসরোর সূর্যযান আদিত্য এল-১ এবার দুর্গাপুরের আকাশে, উড়ল ৫০ ফুট উচ্চতা পর্যন্ত! আসল ব্যাপারটা কী দেখুন

+
title=

পশ্চিম বর্ধমান: ইসরোর সূর্য অভিযানের সাফল্য কামনা করে দুর্গাপুরের আকাশে উড়ল আদিত্য এল-১। চাঁদের মাটিতে চন্দ্রযানের সফল অবতরণের পর দুর্গাপুরের মাটিতে চন্দ্রযান উড়িয়েছিলেন স্থানীয় যুবক ছোটন ঘোষ ওরফে মনু। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল সেই ঘটনা। এবার নতুন কীর্তি গড়লেন তিনি। দুর্গাপুরের আকাশে ওড়ালেন সূর্যযান। প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার এই ডেমো রকেটটি তিনি আকাশে ৫০ ফুট পর্যন্ত উড়িয়েছেন।
ইসরোর আদিত্য এল-১ এর অনুকরণে এই ডেমো সূর্যযান তৈরি করতে মনুর খরচ হয়েছে নামমাত্র টাকা। মাত্র আড়াই হাজার টাকা খরচ করে এই ডেমো সূর্যযান বানিয়েছেন দুর্গাপুরের বিস্ময় যুবক ছোটন ঘোষ। এই প্রসঙ্গে তিনি জানান, ডেমো রকেটটি তৈরি করতে ব্যবহার করেছেন প্লাইউড, থার্মোকল, রড সহ নানান সাধারণ জিনিসপত্র। সপ্তাহখানেক সময় ব্যয় করে এই অসাধ্য সাধন করে ফেলেছেন তিনি। ওজন ছিল নয় কেজি।
advertisement
advertisement
চন্দ্রযান ওড়ানোর জন্য ছোটনবাবু যে জায়গা বেছে নিয়েছিলেন সেখান থেকেই আদিত্য এল-১ উড়িয়েছেন। রকেটটি ওড়ানোর জন্য ইলেকট্রিক ফায়ারের ব্যবস্থা করেছিলেন। এরফলে দূর থেকেই রকেটটিকে আকাশে উড়ানোর ব্যবস্থা করা গিয়েছে। আকাশে ৫০ ফুট পর্যন্ত তিনি রকেটটি উড়িয়েছেন।
দুর্গাপুরের দুবচুরিয়া এলাকায় বাড়ি ছোটন ঘোষের। তিনি আদতে একজন ফ্লাওয়ার ডেকোরেশন শিল্পী। তবে ছোট থেকেই যন্ত্রপাতির উপর তাঁর বিশেষ ঝোঁক আছে। সেই আগ্রহ থেকেই তিনি এই ধরনের বিভিন্ন মডেল বানিয়ে ফেলেন। যার মধ্যে ব্যবহার করেন বিভিন্ন রকমের মেকানিজম। তাঁর আদিত্য এল-১ রকেট ওড়ানোর বিষয়টি বেশ সাড়া ফেলেছে দুর্গাপুরে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: দুর্গাপুরের আকাশে উড়ল ইসরোর আদিত্য এল-১! এ কী অবাক কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement