Paschim Bardhaman News: অবৈধভাবে চলছে মাটি পাচার! বড় বড় জলাশয় তৈরি হয়ে বাড়ছে বিপদ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
অবৈধভাবে চলছে মাটি কেটে পাচার। আর তার জেরে বিপদ বাড়ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায়। মাটি কেটে নেওয়ার ফলে তৈরি হচ্ছে বড় বড় জলাশয়। আর সেই জলাশয় গুলি থেকে বাড়ছে প্রাণহানির আশঙ্কা।
#পানাগড় : অবৈধভাবে চলছে মাটি কেটে পাচার। আর তার জেরে বিপদ বাড়ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায়। মাটি কেটে নেওয়ার ফলে তৈরি হচ্ছে বড় বড় জলাশয়। আর সেই জলাশয় গুলি থেকে বাড়ছে প্রাণহানির আশঙ্কা। ইতিমধ্যেই ওই বড় জলাশয় গুলিতে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে বেশ কয়েকটি গবাদি পশু। জলাশয় গুলিতে পড়ে গিয়েছিল কয়েকজন শিশুও। যদিও স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাদের উদ্ধার করেছে।
আর এই ঘটনার পরেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি করেছেন ওই জলাশয় গুলির চারপাশে অতিসত্বর গার্ডওয়াল নির্মাণ করতে হবে। পাশাপাশি জলাশয় খননের ফলে স্থানীয় বেশ কয়েকটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওই রাস্তা তৈরি করে দেওয়ারও দাবি তুলেছেন তারা। স্থানীয়রা দাবি করছেন, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন যে এলাকায় মাটি খননের কাজ চলছে, তার পাশে গ্রামের একটি রাস্তা ছিল।
advertisement
আরও পড়ুনঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড লিক আসানসোলে! বড় বিপদ থেকে রক্ষা
কিন্তু সেই রাস্তাটি একটি সংস্থা নিয়ে নেয়। আশ্বাস দেওয়া হয় অন্য একটি রাস্তা তৈরি করে দেওয়া হবে। আশ্বাস দেওয়ার দীর্ঘদিন পরে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। অন্যদিকে ওই রাস্তার পাশেই চলছে মাটি খননের কাজ। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে মাটি খনন করে তা পাচার করা হচ্ছে। অন্যদিকে এই মাটি খননের ফলে ওই এলাকায় যে রাস্তা তৈরি হচ্ছে, তার পাশে বড় বড় তিন চারটি জলাশয় তৈরি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাঁধে গুরুদায়িত্ব! দেশের বিশাল কর্মযজ্ঞে সামিল দুর্গাপুর এনআইটি
রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সেখানে পড়ে গিয়েছে বেশ কয়েকটি গবাদি পশু এবং প্রাণ হারিয়েছে। ফলে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাই তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং দাবি করেছেন দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। স্থানীয়দের অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। আশ্বাস দেওয়া হয়েছে, স্থানীয়দের এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হবে।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
November 05, 2022 3:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: অবৈধভাবে চলছে মাটি পাচার! বড় বড় জলাশয় তৈরি হয়ে বাড়ছে বিপদ