Durgapur News: অশ্লীল নাচ-গান, ওড়ানো হচ্ছে তাড়া-তাড়া নোট, শহরের হোটেলে মধুচক্রের আসর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি অভিজাত হোটেলে বড়সড় মধুচক্রের আসর
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি অভিজাত হোটেলে বড়সড় মধুচক্রের আসর। শুধু কী তাই। সঙ্গে চলছিল অশ্লীল-উদ্দাম নাচ-গান। বান্ডিল-বান্ডিল টাকাও উদ্ধার হয়েছে হোটেল থেকে। সেখানে বসেছিল মদের আসর। নাইট পার্টির নামে হোটেলের রুম বুক করা হয়েছিল। তারপর দীর্ঘ রাত পর্যন্ত চলছিল উল্লাস। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের বিশেষ অভিযানে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবতী-সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিটি সেন্টারের একটি হোটেলে এই মধুচক্রের আসর বসেছিল। অভিজিৎ নামের এক ব্যক্তি হোটেলের রুম বুক করেছিলেন। সেখানেই চলছিল নাইট পার্টি। নাইট পার্টির নাম করে বসেছিল মধুচক্রের আসর। একইসঙ্গে চলছিল অশ্লীল নাচ-গান। বসেছিল মদের আসর। পুলিশ অভিযান চালানোর সময় হাতেনাতে পাকড়াও করে কয়েকজনকে, যার মধ্যে রয়েছেন পাঁচজন যুবতী-সহ বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। উল্লাস, নাচ গানের সময় সেই টাকা উড়ানো হচ্ছিল বলে খবর।
advertisement
যদিও এই বিষয়ে হোটেলের অপারেশন ম্যানেজার জানিয়েছেন, তাঁরা এই ব্যাপারে কিছুই জানতেন না। নাইট পার্টির নামে রুম বুক করা হয়েছিল। কিন্তু ভিতরে যে-এসব কার্যকলাপ চলছিল, সে বিষয়ে তাঁদের কাছে কোনও খবর ছিল না। তবে কীভাবে দীর্ঘ রাত পর্যন্ত তাঁদের হোটেলে পার্টি করতে দেওয়া হল নিয়ম বহির্ভূতভাবে? বা কেন একসঙ্গে এতজন যুবতীকে থাকতে দেওয়া হল? এ-সব প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি যথাসম্ভব এড়িয়ে গিয়েছেন হোটেলের অপারেশন ম্যানেজার।
advertisement
advertisement
অন্যদিকে হোটেলের রুম যার নামে বুক করা হয়েছিল, সেই অভিযুক্ত অভিজিৎকে একাধিক প্রশ্ন করা হলেও, তিনি মুখ খুলতে চাননি। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর তথাগত পান্ডে জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 8:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: অশ্লীল নাচ-গান, ওড়ানো হচ্ছে তাড়া-তাড়া নোট, শহরের হোটেলে মধুচক্রের আসর