যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, উদ্ধার করলেন খোদ মহানাগরিক

Last Updated:

Durgapur || দুর্গাপুরের মেয়র বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

+
title=

পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ব্যস্ত রাস্তার পাশে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক বৃদ্ধ। কোমর এবং পেট ব্যথার যন্ত্রণায় কাবু হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়া কোনও মানুষজন তার দিকে ফিরেও তাকাননি বা তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। অসুস্থ এই বৃদ্ধকে উদ্ধার করতে এগিয়ে এলেন খোদ দুর্গাপুরের মহানাগরিক। দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ওই বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জানা গিয়েছে, এদিন কোনও কাজের জন্য মতিলালবাবু ফরিদপুর থেকে সিটি সেন্টার এলাকায় এসে পড়েছিলেন। কিন্তু রাস্তায় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং রাস্তার পাশে শুয়ে পড়েন। সে সময় তাঁকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। অন্যদিকে সেই সময় পুরভবনে ঢুকছিলেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। রাস্তার পাশে ওই অসুস্থ বৃদ্ধকে দেখতে পেয়ে তিনি গাড়ি থেকে নেমে পড়েন। সঙ্গে সঙ্গেই পুরসভার কর্মীদের ওই বৃদ্ধকে উদ্ধার করার জন্য নির্দেশ দেন তিনি।
advertisement
advertisement
পুরসভার অ্যাম্বুল্যান্সে করেই ওই বৃদ্ধকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ফোন করে ওই বৃদ্ধের চিকিৎসার জন্য অনুরোধ জানিয়েছেন। তাছাড়া ফরিদপুর এলাকার কাউন্সিলরকে ওই বৃদ্ধের পরিবারের সম্পর্কে খোঁজ খবর নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। মেয়রের এমন মানবিক মুখ দেখে আপ্লুত শহরবাসী। মেয়র জানিয়েছেন, মহানাগরিক নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি এই দায়িত্ব পালন করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, উদ্ধার করলেন খোদ মহানাগরিক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement