Diwali Lights: চিনা লাইট ফেল, 'মেড ইন ইন্ডিয়া' জল ঢালা প্রদীপ কাঁপাচ্ছে বাজার, দেখুন

Last Updated:

West Burdwan News : প্রদীপে তেল নয়, ঢালবেন জল৷ তাতেই জ্বলে উঠবে প্রদীপ৷ এবারের দিওয়ালির আলোর বাজারে এই জল-প্রদীপ সুপারহিট৷ দীপাবলির বাজারে মেড ইন ইন্ডিয়া জল প্রদীপে কাবু চিনা লাইট

+
আসানসোলের

আসানসোলের বাজারে সাজিয়ে রাখা হয়েছে জল প্রদীপ।

#আসানসোল, পশ্চিম বর্ধমান: এবারের দীপাবলিতে আবার রমরমা বাড়ছে প্রদীপের। চায়না লাইটকে পিছনে ফেলে এবার দীপাবলি সেজে উঠবে প্রদীপের আলোয়। যদিও সেই প্রদীপে এসেছে অভিনবত্ব। তেলের জায়গায় প্রদীপ জ্বলবে জলের সাহায্যে। প্রদীপে তেলের জায়গায় জল দেওয়া মাত্রই হয়ে উঠবে আলোকময়। দীপাবলীর ঐতিহ্য প্রদীপ বিগত কয়েক দশক পর লড়াইয়ের সম্মুখীন করেছে চায়না লাইটকে। নানা রঙের নানা ধরনের চায়না লাইটকে ছাপিয়ে এবছর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে জল প্রদীপ।
আরও পড়ুন Hooghly News: হাজার বছরের প্রাচীন কালিয়াগরের ডাকাত কালীর রোমহর্ষক কাহিনী, জানুন
চায়না লাইটকে পিছনে ফেলে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি বেড়েছে জল প্রদীপের। ২০ থেকে ২৫ টাকা প্রতি পিস হিসেবে এই জল প্রদীপ বিক্রি হচ্ছে। আসানসোল, দুর্গাপুর সহ জেলার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে জল প্রদীপ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই মার্কেট দখল করেছে জল প্রদীপ। স্বাভাবিকভাবেই এ বছরের দীপাবলি বা দিওয়ালিতে প্রদীপের চাহিদা যে তুঙ্গে, তা বলাই যায়। যদিও এবারের আধুনিক প্রদীপ জ্বলবে জলে।
advertisement
advertisement
 
প্রসঙ্গত, বিগত দু'বছর করোনা মহামারীর জন্য অনেকেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। ফলে আলোর উৎসবের দিনেও অনেক জায়গাতেই ছিল অন্ধকার। তবে এ বছর পরিস্থিতি অনেক স্বাভাবিক। তাই আলোর উৎসবের দিনে নিজের বাড়ি, আশপাশের পরিবেশকে রঙিন করে তুলতে, সাজিয়ে তুলতে বিক্রি হচ্ছে নানান ধরনের রঙিন লাইট। ওম, স্বস্তিক, ডিজে লাইট সহ বিভিন্ন ধরনের চায়না লাইট বিক্রি হচ্ছে বাজারে। সঙ্গে পাল্লা দিয়ে দেদার বিক্রি হচ্ছে জল প্রদীপ। সব কিছুরই দাম রয়েছে সাধ্যের মধ্যে, এমনটাই দাবি করছেন বিক্রেতারা। ঘর সাজিয়ে তুলতে, ঘর আলোয় সাজিয়ে তুলতে খামতি রাখছেন না ক্রেতারাও।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Diwali Lights: চিনা লাইট ফেল, 'মেড ইন ইন্ডিয়া' জল ঢালা প্রদীপ কাঁপাচ্ছে বাজার, দেখুন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement