Ration Scam: রেশন দোকানে চূড়ান্ত গরমিল! তৃণমূল কাউন্সিলরের রেশন দোকান সিল করল প্রশাসন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Ration Scam: রেশন দোকানটি সিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয়েছে রেশন দোকানের মালিক মোঃ সেলিম আক্তারকে।
আসানসোল, পশ্চিম বর্ধমান : কড়া শাস্তির কোপ তৃণমূল কাউন্সিলরের উপর। শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসনের খাদ্য বন্টন দফতর। ফের গরমিলের অভিযোগে সিল করে দেওয়া হল তৃণমূল কাউন্সিলরের রেশন দোকান। আসানসোল পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের রেশন দোকান সিল করে দিয়েছে জেলা খাদ্য বন্টন দফতর। ব্যাপক গরমিলের অভিযোগ পেয়ে চালানো হয় বিশেষ অভিযান। আচমকা অভিযানে বেশ কিছু বেনিয়ম চোখে পড়ে খাদ্য বন্টন দফতরের কর্তাদের চোখে। তারপরে সিল করে দেওয়া হয়েছে তৃণমূল কাউন্সিলরের রেশন দোকানটি।
আরও পড়ুন East Bengal fan Inspirational Story : ইস্টবেঙ্গলের অন্ধ ভক্ত, হেরেও যেন জিতেছেন নিজের জীবনে, গোপাল দাসের কাহিনি এক অনুপ্ররণা
আসানসোল পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম আক্তার। তার একটি রেশন দোকান রয়েছে সেখানে বেশ কিছুদিন ধরে গরমিলের অভিযোগ পাচ্ছিলেন খাদ্য বন্টন দফতরের কর্তারা। এরপরেই জেলা প্রশাসনের রেশন বিভাগ বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অভিযান চালিয়ে ধরা পড়ে গরমিল। তারপরেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার রেশন দোকানটি সিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয়েছে রেশন দোকানের মালিক মোঃ সেলিম আক্তারকে। যে ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে শহরে। কটাক্ষ ধেয়ে আসছে বিরোধী শিবির থেকে।
advertisement
advertisement
অভিযোগ, মোঃ সেলিম আক্তারের রেশন দোকানে আগেও গরমিলের অভিযোগ পাওয়া গিয়েছিল। সে সময় গরমিলের অভিযোগে জরিমানা করা হয়েছিল তাকে। কিন্তু রেশন দোকানের মালিক নিজেকে সংশোধন করেননি। তাই তার বিরুদ্ধে এমন শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিজেপি শিবিরের কটাক্ষ, একজন জনপ্রতিনিধি তার এলাকার মানুষকে ঠকাচ্ছেন।
advertisement
রেশন দোকান, যেখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস পান সরকারি সহায়তায়, সেই জায়গাতেও তাদের ঠকানো হচ্ছে। যদিও এর উত্তরে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেছেন, কেউ যদি দোষ করেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়। আর সেজন্যই ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও বলেছেন, বিজেপির কাজ শুধু সমালোচনা করা। কিন্তু দুর্নীতিগ্রস্ত অনেকেই এখন বিজেপির আশ্রয়ে রয়েছেন।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Ration Scam: রেশন দোকানে চূড়ান্ত গরমিল! তৃণমূল কাউন্সিলরের রেশন দোকান সিল করল প্রশাসন