Jitendra Tiwari: বন্দি কেষ্ট, অতীত গুড়-বাতাসা! পঞ্চায়েতে এল জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক নিদান! তুলকালাম

Last Updated:

Panchayat Election 2023: আজ হোমিওপ্যাথি দেওয়া হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট করতে দেওয়া না হয়, তাহলে কাল থেকে দেওয়া হবে অ্যালোপ্যাথি, নিদান দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

+
বিজেপি

বিজেপি নেতার মাধাইগঞ্জ যাওয়ার পথে অশান্তি।

দুর্গাপুর: রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে, নির্বাচনী ময়দানে অত্যন্ত জনপ্রিয় শব্দ গুড়-বাতাসা। তবে এই পঞ্চায়েত নির্বাচনে নতুন দাওয়াই দিলেন বিজেপি নেতা। এ বার পঞ্চায়েত নির্বাচনের বিজেপি নেতার দাওয়াই হোমিওপ্যাথি-অ্যালোপ্যাথি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গলায় শোনা গেল এমন সুর। বললেন আজ হোমিওপ্যাথি দেওয়া হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট করতে দেওয়া না হয়, তাহলে কাল থেকে দেওয়া হবে অ্যালোপ্যাথি।
ঘটনার সূত্রপাত অন্য জায়গায়। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে, দলীয় প্রার্থীদের জন্য বেরিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। যাচ্ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জ এলাকায়। সে সময়ই তৃণমূলের পতাকা হাতে বেশ কিছু যুবক জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকানোর চেষ্টা করেন। বিজেপি নেতাকে দেখে শ্লোগান দেওয়া শুরু হয়। প্রতিরোধের আসরে নামেন বিজেপি কর্মী, সমর্থকরা। যে কারণে ওই এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পরে সাময়িকভাবে। পরে পুলিশ দুই দলের সমর্থকদের ওই জায়গা থেকে সরিয়ে দেয়।
advertisement
আরও পড়ুনঃ ভোট পণ্ড হবে বৃষ্টিতে নাকি দরদরিয়ে ঝরবে ঘাম? জানিলে দিল আবহাওয়া দফতর
আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি নেতা বলেছেন, ওরা আমার গাড়ি আটকানোর চেষ্টা করেছিল। আমাদের ছেলেরাও প্রস্তুত ছিল। আজকে কিছু ট্যাবলেট দেওয়া হয়েছে। আজ দেওয়া হয়েছে হোমিওপ্যাথি। যদি সুস্থভাবে ভোট করতে দেওয়া না হয়, তাহলে কাল থেকে অ্যালোপ্যাথি দেওয়া শুরু হবে।
advertisement
advertisement
যদিও বিজেপি নেতাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা উত্তম মুখার্জি। তিনি বলেছেন, জিতেন্দ্র তিওয়ারি বেনো জলে মাছ ধরতে নেমেছেন। তার সংযোজন, ওই জায়গায় বিজেপি নেতার যাওয়ার কোনও প্রয়োজনীয়তা ছিল না। উনি নিজেকে প্রচারের আলোয় নিয়ে আসতে চান। তিনি আরও বলেছেন, মানুষ বিজেপিকে আর চায় না। তার ফলাফল পাওয়া যাবে ভোট বাক্সে। তবে বিজেপি নেতা আর হারের জন্য অপেক্ষা করতে পারছেন না বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Jitendra Tiwari: বন্দি কেষ্ট, অতীত গুড়-বাতাসা! পঞ্চায়েতে এল জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক নিদান! তুলকালাম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement