Paschim Bardhaman: 'বাংলা চলচিত্র জগতকে বাঁচাতে হলে গিয়ে সিনেমা দেখুন'

Last Updated:

লে গিয়ে সিনেমা দেখার আর্জি জানালেন অভিনেতা বিশ্বনাথ চক্রবর্তী। বাংলা চলচিত্র জগতকে বাঁচাতে হলে অনলাইন প্লাটফর্ম এর পাশাপাশি হলে গিয়ে কিছু সিনেমা দেখার আর্জি জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।

+
দুর্গাপুরের

দুর্গাপুরের নন্দাইগ্রামে চড়ক চলচ্চিত্র নির্মাণের একটি দৃশ্য।

দুর্গাপুর: একটি বাংলা চলচ্চিত্রের শুটিংয়ে এসে হলে গিয়ে সিনেমা দেখার আর্জি জানালেন অভিনেতা বিশ্বনাথ চক্রবর্তী। বাংলা চলচিত্র জগতকে বাঁচাতে হলে অনলাইন প্লাটফর্ম এর পাশাপাশি হলে গিয়ে কিছু সিনেমা দেখার আর্জি জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। তিনি মনে করছেন যে, মানুষ ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইনের ওপর বেশি নির্ভরশীল হয়ে যাওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন হলের মালিকরা। পিছিয়ে যাচ্ছেন প্রযোজকরা। আর এভাবেই দুর্বল হয়ে পড়ছে বাংলা চলচ্চিত্র জগৎ। তাই অনলাইন প্লাটফর্ম এর পাশাপাশি হলে গিয়ে সিনেমা দেখার আর্জি জানিয়েছেন তিনি। উল্লেখ্য দুর্গাপুরের নন্দাই গ্রামে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি শুটিং চলছে। সেই চলচ্চিত্রটির নির্মাণের জন্য দুর্গাপুরের নন্দাই গ্রামে টলিউডের বর্ষিয়ান তারকাদের ভিড় জমেছিল। বিশ্বনাথ চক্রবর্তী ছাড়াও বিপ্লব চ্যাটার্জী, অনামিকা সাহার বর্ষীয়ান অভিনেতা, অভিনেত্রীরা হাজির ছিলেন। জানা গিয়েছে এমজেএম প্রোডাকশনের প্রযোজনায় একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। চড়ক নামের এই বাংলা চলচ্চিত্রটির মধ্যে কিছু গ্রামীণ দৃশ্য তুলে ধরা হবে। তার শুটিংয়ের জন্য দুর্গাপুরের নন্দাই গ্রাম এলাকাটি বেছে নেওয়া হয় এবং সেখানে হাজির হয়েছিলেন অভিনেতা-অভিনেত্রীরা। করোনাকাল কাটিয়ে বাইরে এসে শুটিং করতে পেরে অভিনেতারা ভীষণভাবে খুশি। পাশাপাশি গ্রামীণ পরিবেশকে তারা উপভোগ করছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে চলচ্চিত্র নির্মাণে স্থানীয় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। উৎসাহী মানুষজন চলচ্চিত্র নির্মাণের সাক্ষী হাজির হয়েছিলেন সেখানে এবং তার মধ্যেই দিনভর শুটিং চলছে বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। সবশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, বাংলা সিনেমা হলে গিয়ে দেখার আর্জি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: 'বাংলা চলচিত্র জগতকে বাঁচাতে হলে গিয়ে সিনেমা দেখুন'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement