Jungle Fruit : বাজারে হাজির নতুন এক ধরনের ফল! নতুন প্রজন্মের কৌতূহল তুঙ্গে

Last Updated:

Jungle Fruit : আপাতত দুর্গাপুরের বিভিন্ন বাজারে এই অজানা রহস্যময় ফলকে নিয়ে তৈরি হয়েছে চর্চা

+
দুর্গাপুর

দুর্গাপুর বেনাচিতি বাজারে বিক্রেতা সাজিয়ে রেখেছেন বৈঁচিফল।

দুর্গাপুর : দুর্গাপুরের বিভিন্ন বাজারে নতুন এক ধরনের ফলের পশরা সাজিয়ে বসে রয়েছেন জনা কয়েক বিক্রেতা । নতুন প্রজন্ম বাজারে গিয়ে সেদিকে তাকাচ্ছেন বটে,  কিন্তু তেমন কিছু বুঝে উঠতে না পেরে এগিয়ে যাচ্ছেন । আর যে সমস্ত ক্রেতারা পঞ্চাশের গণ্ডি ইতিমধ্যেই পার করেছেন, তারা যদি এই ফল দেখতে পাচ্ছেন, কার্যত হামলে পড়ছেন সেখানে । আপাতত দুর্গাপুরের বিভিন্ন বাজারে এই অজানা রহস্যময় ফলকে নিয়ে তৈরি হয়েছে চর্চা । যার নাম বৈঁচি ফল ।
বিক্রেতা এবং পুরনো প্রজন্ম এই ফলকে বলছেন ‘লোকাল চেরি’। যা চেরি ফলকে রীতিমতো টেক্কা দিচ্ছে গত সপ্তাহ দুয়েক ধরে। কিন্তু কী এই বৈঁচি ফল ? তার পুষ্টিগুণই বা কতটা ? কোথায়ই বা পাওয়া যায় ? নতুন প্রজন্মের মনে এমন হাজারো প্রশ্ন ভিড় করছে । যার উত্তর দিচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বলছে, বৈঁচি ফল শুধুমাত্র খেতে সুস্বাদুই নয়, এর খাদ্যগুণও রয়েছে অনেক । এই ফলের উপকারিতা নানা রকম। বৈঁচি গাছও নানান ওষধি গুণে ভরপুর । জন্ডিস থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ সারাতে বৈঁচি ফল এবং এই ফলের গাছের জুড়ি মেলা ভার । যদিও জানা যাচ্ছে, বৈচি ফলের গাছের আধিক্য দেখা যায় মূলত পাহাড়ি এলাকায় ।
advertisement
এটি একটি জংলি ফল । শুধুমাত্র গরমকালে এই ফল বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় । দুর্গাপুরে এক সময় ঘন জঙ্গল ছিল । তবে শহরের প্রতিপত্তি যত বেড়েছে, ততই দূরে সরে গিয়েছে জঙ্গল । কিন্তু যে টুকু জঙ্গল রয়েছে, সেখানে এখনও দেখা পাওয়া যাচ্ছে এই ফলের । যা আপাত সাধারণ, কিন্তু অনেক গুণে ভরপুর।
advertisement
advertisement
সংগ্রাহকরা বলছেন, এই ফল সংগ্রহ করার জন্য রীতিমতো ঝক্কি পোহাতে হয় তাদের । গাছের কাঁটায় হাত কেটে যায়। তার পর সেই সমস্ত ফল সংগ্রহ করা হলে, ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে দুর্গাপুরের বাজারে নিয়ে বিক্রি করা হয় । সংগ্রাহকরা ৫০০ টাকা কেজি দরে এই ফল বিক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন ।
advertisement
আরও পড়ুন : ফুলে ভরা টোটোর ছাদবাগান! ছায়ার শীতলতায় গন্তব্যে পাড়ি আরোহীদের
কিন্তু চেরি ফলের সঙ্গে এই বৈচি ফলের মূল পার্থক্য কোথায়? মিলই বা রয়েছে কতটা? আসুন জেনে নেওয়া যাক । চেরি ফলের সঙ্গে বৈঁচি ফলের মূল পার্থক্য দাম এবং রঙে । দুর্গাপুরের বিভিন্ন বাজারে চেরি ফল আপাতত প্রায় ৯৫০ থেকে ১০৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । অথচ বৈঁচিসংগ্রাহকরা কেজিপ্রতি তা বিক্রি করছেন ৫০০ টাকা কেজি দরে । বিক্রেতাদের কাছ থেকে এই ফল কেজি দরে কিনতে গেলে দাম পড়বে মোটামুটি ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা । তা ছাড়াও চেরি ফল দেখতে উজ্জ্বল লাল রঙের । কিন্তু বৈঁচি ফল কিছুটা লালচে কালো রং-এর। তবে বিক্রেতা এবং ক্রেতারা বলছেন, বৈঁচি ফলের সঙ্গে চেরি ফলের স্বাদের খুব বেশি পার্থক্য নেই । দুটি ফলই স্বাদে প্রায় একইরকম । তবে বৈঁচি ফল পুষ্টিগুণে চেরিকে যখন তখন টেক্কা দিতে পারে । যদিও চেরি ফলের ভিতরে যেমন একটি মাত্র বীজ থাকে, বৈঁচি ফলের ভিতরে থাকে বেশ কয়েকটি বীজ ।
advertisement
আরও পড়ুন : ত্বকের মারাত্মক ক্ষতি এড়াতে এই পাঁচ জিনিস এড়িয়ে চলুন সব সময়
নতুন প্রজন্ম কৌতূহলের বশে বৈঁচি ফলের স্বাদ নিতে বার বার ফিরে আসছেন দোকানে । আর যাঁরা পুরনো, তাঁরা বৈঁচি ফল বাজারে দেখতে পেলেই হামলে পড়ছেন । তাঁরা বলছেন, ‘‘ বৈঁচি ফলের স্বাদ ভোলার নয় । এই ফল আমাদের বহু শৈশবের স্মৃতি ফিরিয়ে দেয় । আপাতত দুর্গাপুরে বিভিন্ন বাজারে বৈঁচি ফলের চাহিদা বাড়ছে । বাড়ছে বৈঁচি ফল নিয়ে চর্চা । চাইলে আপনিও একদিন বাজারে ঘুরতে ঘুরতে চেখে দেখতে পারেন এই জংলি অথচ আপাত অসাধারণ ফল ।’’
advertisement
(Nayan Ghosh)
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Jungle Fruit : বাজারে হাজির নতুন এক ধরনের ফল! নতুন প্রজন্মের কৌতূহল তুঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement