মা ঠাকুমাদের পছন্দের প্রসাধনী নারকেল তেল৷ তাঁরা বার বার নারকেল তেল ব্যবহারের জন্য পরামর্শ দেন৷ তাঁরা মনে করেন ত্বককে আর্দ্র ও দাগমুক্ত রাখে নারকেল তেল৷ তবে গীতিকার মতে, নারকেল তেল হল অন্যতম কোমেডোজেনিক অয়েল৷ এর ফলে স্কিনপোরস আটকে যায়৷ ফলে ত্বকের সমস্যা বেড়ে যায়৷