West Bardhaman News- হোর্ডিং এবং পার্কিংয়ের বকেয়া আদায়ে উদ্যোগী হয়েছে আসানসোল পুরসভা।

Last Updated:

বকেয়া দুই কোটি ৭৮ লক্ষ টাকা আদায়ের জন্য পুরসভা ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরু করেছে। যার মধ্যে পার্কিং বাবদ ৭৮ লক্ষ টাকা ইতিমধ্যেই আদায় করেছে পুরসভা।

আসানসোল পৌরসভার অন্তর্গত রাস্তার পাশে থাকা হোর্ডিং।
আসানসোল পৌরসভার অন্তর্গত রাস্তার পাশে থাকা হোর্ডিং।
#পশ্চিম বর্ধমান- আসানসোল পুরসভার (Paschim Bardhaman News) উন্নতিকরণে একাধিক পদক্ষেপ নিচ্ছে পুরসভা। পুরসভা এলাকার সমস্ত মানুষের অসুবিধা মেটাতে, পৌরসভা সর্বাগ্রে চেষ্টা করছে। মানুষের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করছেন পুরসভার আধিকারিকরা। রেকর্ড মাত্রায় বৃষ্টিপাতের পর শহরের পাম্পিং স্টেশনগুলির কাজ চলছে পুরোদমে। শহরের জল সরবরাহ ঠিক রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরসভার নিয়ন্ত্রণাধীন যে সমস্ত হোডিং এবং পার্কিংগুলি রয়েছে, তার বকেয়া আদায়ের জন্যও সবরকম ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন আসানসোল পুরসভার প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, দিন কয়েক আগেই জেলার বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, হোডিং এবং পার্কিং বাবদ আসানসোল পুরসভার কাছে প্রায় তিন কোটি টাকা বকেয়া রয়েছে, কিন্তু পুরসভা সেই টাকা আদায় করতে উদ্যোগী হচ্ছে না। তবে বিজেপি নেতৃত্বের দাবি উড়িয়ে, পুরসভার প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুরসভার নিয়ন্ত্রণে থাকা হোডিং এবং পার্কিং গুলির বকেয়া আদায়ে পুরসভা সবরকম ব্যবস্থা করছে। বকেয়া ২ কোটি ৭৮ লক্ষ টাকা আদায়ের জন্য পুরসভা ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া  শুরু করেছে, যার মধ্যে পার্কিং বাবদ ৭৮ লক্ষ টাকা ইতিমধ্যেই আদায় করেছে পুরসভা।(Paschim Bardhaman News)
advertisement
অমরনাথ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখেছে আসানসোল। প্রাকৃতিক দুর্যোগে আসানসোল শহরের বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছিল। যার ফলে শহরের পাম্পিং স্টেশনগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিগত কয়েকদিন ধরে সেই সমস্ত পাম্পিং স্টেশন গুলির কাজ চালানো হচ্ছে। শহরের জল সরবরাহ যাতে ঠিক থাকে, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
advertisement
অমরনাথ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন,আট মাস আগে আসানসোল পুরসভায় বোর্ড তৈরি হওয়ার পর, শহরের (Paschim Bardhaman News)  উন্নয়নমূলক কাজে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। শহরবাসীর সমস্যা দূরীকরণে ব্যবস্থা করা হচ্ছে।
পাশাপাশি, এই অতিমারির সময় করোনার জন্য বেশ কিছু কাজ বিলম্ব হয়েছিল। সেগুলিও করা হচ্ছে। একই সঙ্গে সমান্তরালভাবে চলছে ভ্যাকসিনের কাজ। টিকাকরনের জন্য একাধিক ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছিল পুরসভার তরফ থেকে। প্রত্যেক মানুষ যাতে টিকা পান, তার জন্যও বিশেষভাবে নজর রেখেছে পুরসভা।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- হোর্ডিং এবং পার্কিংয়ের বকেয়া আদায়ে উদ্যোগী হয়েছে আসানসোল পুরসভা।
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement