Asansol News|| ৩ দিনের নোটিশে মাথায় হাত কয়েকশো ব্যবসায়ীর, আসানসোলে কি এমন হল?

Last Updated:

Asansol News: তিনদিনের মধ্যে সরিয়ে ফেলতে বলা হয়েছে ফুটপাতের পাশে থাকা দোকানগুলিকে। আসানসোল পুরনিগমের দেওয়া সম্প্রতি একটি নোটিশে কার্যত দিশেহারা শহরের কয়েকশো ফুটপাতের ব্যবসায়ী।

+
আসানসোলে

আসানসোলে বন্ধ ব্যবসা

আসানসোল: পুরনিমের এক সিদ্ধান্তে কার্যত পথে বসলেন কয়েকশো ব্যবসায়ী। তাঁদের কাতর আবেদন, রোজকারের রাস্তা বাঁচিয়ে রাখা হোক বা কোনও বিকল্প ব্যবস্থা করে দিক প্রশাশন। তবে পুরনিগম নিজেদের সিদ্ধান্তে অনড়। তিনদিনের মধ্যে সরিয়ে ফেলতে বলা হয়েছে ফুটপাতের পাশে থাকা দোকানগুলি। আসানসোল পুরনিগমের দেওয়া সম্প্রতি একটি নোটিশে কার্যত দিশেহারা শহরের কয়েকশো ফুটপাতের ব্যবসায়ী।
প্রসঙ্গত, আসানসোল পুরনিগম গত ৩১ জানুয়ারি শহরের বেশ কিছু ফুটপাতে থাকা ব্যবসায়ীকে নোটিশ দিয়েছে। আসানসোলের বিএনআর মোড় থেকে ভগৎ সিংহ মোড় পর্যন্ত রাস্তার পাশে যে সমস্ত দোকানগুলি রয়েছে, সেই সমস্ত দোকানগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলতে বলা হয়েছে। দোকানগুলিকে সরিয়ে ফেলতে সময় দেওয়া হয়েছে মাত্র তিন দিন। আর তাতেই কার্যত দিশেহারা হয়ে পড়েছেন সমস্ত ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়, ব্যাপক শোরগোল হুগলিতে 
এত কম সময়ের মধ্যে তারা কোথায় যাবেন, কিভাবে বাঁচিয়ে রাখবেন তাদের রুজি রুটি, এই সমস্ত ভেবে দিশেহারা সকলে। পুরনিগমের কাছে ওই সমস্ত ব্যবসায়ীদের আবেদন, তাদের জন্য বিকল্প দোকানের ব্যবস্থা করে দেওয়া হোক। যাতে তাদের ব্যবসা বেঁচে থাকে।
advertisement
advertisement
রোজরুটি হারাতে বসায়, এদিন একজোট হয়ে প্রতিবাদে নেমেছিলেন ফুটপাতের সমস্ত ব্যবসায়ীরা। তাঁরা পুরনিগমের কাছে আবেদন জানিয়েছেন, দোকান সরিয়ে ফেলার জন্য কিছুদিন সময় দেওয়া হোক। পাশাপাশি, বিকল্প কোনও ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ তাঁরা অল্প যে রোজগার করেন, তা থেকে সংসার চলে। এ সময় হঠাৎ করে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে তাঁরা পথে বসবেন।
advertisement
জানা গিয়েছে, ওই রাস্তায় একাধিক সরকারি দফতর, পুরনিগমের গেস্ট হাউস, রবীন্দ্র ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ফলে ওই এলাকার রাস্তাগুলি দোকানের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্যই দোকানগুলিকে সরিয়ে ফেলতে নোটিশ দেওয়া হয়েছে।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News|| ৩ দিনের নোটিশে মাথায় হাত কয়েকশো ব্যবসায়ীর, আসানসোলে কি এমন হল?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement