খানাকুল: তৃণমূলের একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। শিক্ষা থেকে গরু পাচার দুর্নীতিতে যুক্ত হেভিওয়েটরা। বেশ কিছুদিন আগে শিক্ষায় দুর্নীতিতে অভিযুক্ত হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ। এ বার চিটফান্ডে কাণ্ডে তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার ভোরে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সূত্রের খবর, কলকাতা নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। যদিও তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায় গ্রেফতার নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দলের নেতৃত্বরা। ঘটনায় ব্যাপক শোরগোল হুগলির আরামবাগ মহাকুমায়। গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে আগেই জারি হয়েছিল। তা সত্ত্বেও তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিল প্রবীর চট্টোপাধ্যায়কে।খানাকুলের ময়ালে তৃণমূলের একটি মিছিলে তাঁকে দেখা যায়। সভায় ছিলেন আরামবাগকে তৃণমূলে জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়-সহ খানাকুলের এক নম্বরে তৃণমূলের প্রথম সারির নেতারা।
জানা গিয়েছে, খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি প্রবীর চট্টোয়াপাধ্যায়কে ৯০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের হয়। সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন প্রবীর চট্টোপাধ্যায়। পরবর্তীতে সেই মামলা সিবিআই-এর হাতে যায়। এ দিকে, আর্থিক দুর্নীতির তদন্তের নামে ইডিও। চলতি বছরের ৪ জানুয়ারি প্রবীর চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জাড়ী হোয়। বিষয়টি নিয়ে বিরোধীরা সুর চড়ায়।
SUVOJIT GHOSH
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।