West Burdwan News : ফ্লাইওভারে আটকে শহরের গতি! কাজ শেষের মুখে যানজট কমবে শীঘ্রই আসানসোলে
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
পুরোপুরি ভাবে বাস টার্মিনাসটি অপারেশনাল করা যায়নি। তবে কালিপাহাড়ি মোড়ে তৈরি হচ্ছে একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটির কাজ শেষ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
আসানসোল, পশ্চিম বর্ধমান : যানজটে আটকে আসানসোল শহরের গতি। শহরের গতি আটকে ফ্লাইওভারে। তবে শহরবাসীর জন্য সুখবর। কারণ শীঘ্রই যানজটের বড় অংশ থেকে মুক্তি পেতে চলেছেন শহরবাসী। কালিপাহাড়ি মোড়ে জাতীয় সড়কের ফ্লাইওভার নির্মিত হলেই, শহরে যানজট অনেকটা কমবে বলেই আশা। কারণ এই ফ্লাইওভারের জন্য আটকে রয়েছে আসানসোলে সিধু কানু বাস টার্মিনাসের কাজ।
উল্লেখ্য, কয়েক কোটি টাকা ব্যয় করে প্রায় তিন বছর আগে আসানসোলে নির্মাণ করা হয়েছে সিধু কানু বাস টার্মিনাসের। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই বাস টার্মিনাসটি অবস্থিত। কালীপাহাড়ি মোড়ের পাশেই এই বাস টার্মিনাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বাস টার্মিনাসটি এখনও সেই ভাবে ব্যবহার করা হচ্ছে না। যার অন্যতম কারণ কালিপাহাড়ি মোড়ে অসম্পূর্ণ ফ্লাইওভার।
advertisement
আরও পড়ুন: বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স! সঙ্গে পার্লার খোলার জন্য ঋণও, কোথায় পাওয়া যাচ্ছে এমন সুযোগ?
মূলত, আসানসোল শহরের ভিতরে বর্তমানে যে বাসস্ট্যান্ডটি রয়েছে, সেখানে গাড়ির চাপ কমাতে এসবিএসটিসির এই নতুন বাস টার্মিনাসটি তৈরি করা হয়েছে। কিন্তু এই বাস টার্মিনাস যেতে গেলে জাতীয় সড়ক পারাপার করতে হয়। যেখানে অনেকটা বেশি সময় ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যানজট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। যে কারণে পুরোপুরি ভাবে এই টার্মিনাসটি অপারেশনাল করা যায়নি। তবে কালিপাহাড়ি মোড়ে তৈরি হচ্ছে একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি কাজ শেষ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
advertisement
advertisement
এই বিষয়ে জেলা তৃণমূলের শীর্ষ নেতা ভি শিবদাসন দাশু জানিয়েছেন, তারা সকলেই চাইছেন যত দ্রুত সম্ভব এই বাস টার্মিনাসটি চালু করা হোক। এই বিষয়ে জেলা শাসক সহ উপর মহলেও আবেদন জানানো হয়েছে। অন্যদিকে কালীপাহাড়ি মোড়ে ফ্লাইওভার তৈরির কাজও প্রায় শেষের দিকে। ফলে সবমিলিয়ে আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই কালিপাহাড়ি মোড়ে ফ্লাইওভার তৈরির কাজ শেষ হবে। আর সেই কাজ শেষ হলেই, খুব দ্রুত অপারেশনাল করা যাবে সিধু কানু বাস টার্মিনাসটি। ফলে শহরে কমবে গাড়ির চাপ। কমবে যানজট।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 2:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ফ্লাইওভারে আটকে শহরের গতি! কাজ শেষের মুখে যানজট কমবে শীঘ্রই আসানসোলে