Diwali 2023: এত বড় মোমবাতি? সাইজ শুনলে চমকে যাবেন! দীপাবলিতে ধামাকা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Diwali 2023: সম্প্রতি বাজারে দেখা মিলেছে জাম্বো মোমবাতির। এই মোমবাতিগুলি এক একটি পাঁচ ফুট, ছয় ফুট উচ্চতা।
বুদবুদ: আসছে দীপাবলি। বাঙালির আলোর উৎসব। যদিও আলোর উৎসব এখন অনেক আধুনিক হয়েছে। চায়না আলো বাজার দখল করেছে অনেকখানি। তবুও দীপাবলির কৌলিন্য মাটির প্রদীপ বা মোমবাতির কোনও বিকল্প এখনও বাজারে আসেনি। তবে মোমবাতির বাজার মজবুত করতে এখন নিত্য নতুন নানান ধরনের মোমবাতি বাজারে এসেছে।
তবে এই মোমবাতির খবর শুনলে অবাক হবেন। আজ থেকেই এই মোমবাতি যদি আপনি জ্বালিয়ে দেন, তাহলে কালী পুজোর পরেও তা জ্বলতে থাকবে। সম্প্রতি বাজারে দেখা মিলেছে জাম্বো মোমবাতির। এই মোমবাতিগুলি এক একটি পাঁচ ফুট, ছয় ফুট উচ্চতা বিশিষ্ট। এক একটি মোমবাতির ওজন ১২ থেকে ১৪ কেজি। এই মোমবাতি যদি আপনি একবার জ্বালিয়ে দেন, তা টানা ১৫ দিন ধরে জ্বলতে থাকবে।
advertisement
আরও পড়ুন: গভীর রাতে বিদেশের রাস্তায় রণবীর-মাহিরা, ছবি দেখে ‘ছিঃ ছিঃ’ বিশ্বজুড়ে! পরে হাসপাতাল যেতে হয়েছিল শাহরুখের নায়িকাকে
যদিও তার জন্য আপনাকে পকেট থেকে টাকা খরচ করতে হবে মোটা পরিমানে। ৫ ফুট বা তার বেশি উচ্চতা বিশিষ্ট এই ধরনের মোমবাতিগুলি কিনতে গেলে আপনাকে প্রায় সাড়ে চার হাজার টাকা খরচ করতে হবে। যদিও কম দামের মোমবাতিও রয়েছে। দু’ফুট বা তিন ফুটের মোমবাতিও আপনি এখানে পেয়ে যাবেন যেগুলি টানা তিন দিন অথবা সাত দিন ধরে জ্বলতে থাকবে।
advertisement
advertisement
তবে এই মোমবাতি যদি আপনি কিনতে চান, তাহলে বেশি দেরি করলে হবে না। বুদবুদের কাছে একটি দোকানে আপনি এই বিশাল বিশাল মোমবাতিগুলি পেয়ে যাবেন। কিন্তু এই বিক্রেতা নির্দিষ্ট কিছু পরিমাণে এই বিশাল আকারের মোমবাতিগুলি এনে রাখেন। বিক্রেতা জানিয়েছেন, কালী পুজোর সময় এই বিশাল মোমবাতি গুলির চাহিদাও থাকে দারুণ। তাই আপনি যদি এই বিশাল মোমবাতি কিনতে চান, তাহলে এখন থেকেই যোগাযোগ করতে হবে বিক্রেতার সঙ্গে। যদিও আপনি ওই দোকানে পাঁচ টাকা দামের মোমবাতি থেকে শুরু করে ছোট ছোট অন্য মোমবাতিও পেয়ে যাবেন।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 8:54 PM IST