#পশ্চিম বর্ধমান- করোনাকালীন বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রেড ভলেন্টিয়াররা। বাম সংগঠনের কর্মী সমর্থকরা বিনা দ্বিধায় এগিয়ে এসেছিলেন মানুষের পাশে থাকার জন্য। কারোর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন অক্সিজেন সিলিন্ডার, কাউকে নিয়ে গিয়েছেন হাসপাতালে, আবার কখনো কারোর বাড়িতে পৌঁছে দিয়েছেন খাবার। বিপদের দিনে মানুষের সঙ্গী হয়ে একটা সময়ে সংবাদপত্রের শিরোনামে দেখা গিয়েছিল রেড ভলেন্টিয়ারদের নাম।
আবার যখন রাজ্যজুড়ে বিধিনিষেধ জারি রয়েছে, তখন নতুন কাজে ব্রতী হয়েছেন বাম সংগঠনের কিছু যুব কর্মী-সমর্থক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে, পড়ুয়ারা যাতে পিছিয়ে না পরে, তার জন্য দুর্গাপুরে বাম সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বিকল্প ক্লাসরুমের (West Bardhaman News)। খোলা মাঠে কচিকাঁচাদের পড়ানো হয়েছে। স্কুল বন্ধ থাকার ফলে যেটুকু খামতি থেকে যাচ্ছে, তা মেটাতেই এই অভিনব উদ্যোগ। ক্লাসরুম থেকে বঞ্চিত হওয়ার ফলে পড়ুয়াদের যাতে সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই ব্যবধান দূর করতেই এই পদক্ষেপ।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, Lockdown, Red volunteers, SFI, West Bardhaman