Paschim Bardhaman: এবার দুর্গাপুরেও বসবেন পুলিশ কমিশনার
Last Updated:
এবার থেকে প্রতি সপ্তাহে কমিশনারকে হাতের কাছে পাবেন দুর্গাপুরের মানুষজন। প্রতি সপ্তাহে এবার জেলার হেডকোয়াটার ছাড়াও দুর্গাপুর সাব ডিভিশনে বসবেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম।
দুর্গাপুর: এবার থেকে প্রতি সপ্তাহে কমিশনারকে হাতের কাছে পাবেন দুর্গাপুরের মানুষজন। প্রতি সপ্তাহে এবার জেলার হেডকোয়াটার ছাড়াও দুর্গাপুর সাব ডিভিশনে বসবেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম। প্রশাসনিক কাজকর্ম সুবিধা, শহরবাসীর সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা সহ একাধিক উদ্দেশ্য নিয়েই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুর মহকুমায় পুলিশ কমিশনার এর জন্য আলাদা একটি কার্যালয় তৈরি হবে বলে খবর। প্রতি সপ্তাহে একদিন করে দুর্গাপুরে বসবেন কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম। এ বিষয়ে পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার পুলিশ হেডকোয়ার্টার আসানসোল। সেখান থেকেই পুলিশের সমস্ত কাজকর্ম পরিচালিত হয়। তাছাড়াও জেলায় পুলিশি ব্যবস্থা সুনিশ্চিত করতে আপাতত তিনটি বিভাগে ডিসিপি পদমর্যাদার অফিসার রয়েছেন। রয়েছেন ডিসিপি সেন্ট্রাল, ডিসিপি ইস্ট এবং ডিসিপি ওয়েস্ট। মূলত ডিসিপি সেন্ট্রাল আসানসোলের নিরাপত্তার দায়িত্বে থাকেন। ডিসিপি ইস্টের কাঁধে দায়িত্ব রয়েছে দুর্গাপুর মহকুমা অঞ্চলের দায়িত্ব। অন্যদিকে ডিসিপি ওয়েস্ট দায়িত্বে রয়েছেন কুলটি এলাকার। এই বিষয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, ইতিমধ্যেই ইস্ট এবং ওয়েস্ট ডিসিপিকে, ডিসিপি দুর্গাপুর এবং ডিসিপি কুলটি করার জন্য আবেদন পাঠানো হয়েছে।
প্রশাসনিক কাজকর্মে সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এছাড়াও পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম জানিয়েছেন, চলতি মাসে পরের সপ্তাহ থেকেই দুর্গাপুরে একদিন করে বসবেন তিনি। প্রতি সপ্তাহের শুক্রবার তিনি দুর্গাপুরে আসবেন। দুর্গাপুরের মানুষজন যাতে সহজে তাদের অভাব-অভিযোগের কথা পুলিশ কমিশনারের কাছে জানাতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই এমন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের প্রশাসনিক কাজকর্ম অনেকটা সুবিধা হবে, যখন পুলিশ কমিশনার দুর্গাপুরে তার কার্যালয় করবেন। জানা গিয়েছে, আপাতত পুলিশ কমিশনার সমস্ত কাজকর্ম সামলাবেন ডিসিপি ইস্টেট কার্যালয় থেকে।
advertisement
আরও পড়ুনঃ মাটি না কেটে, বালি ভরাট ছাড়াই ঘাসের ওপরে কংক্রিটের রাস্তা নির্মাণের অভিযোগ
পরবর্তী সময়ে কমিশনারের জন্য আলাদা কার্যালয় তৈরি হয়ে গেলে, সেখান থেকে কাজকর্ম চালাবেন তিনি। উল্লেখ্য, অবিভক্ত বর্ধমান জেলায় আসানসোল-দুর্গাপুরকে আলাদা পুলিশ জেলা হিসেবে ভাগ করা হয়। তৈরি হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পরে আলাদা জেলা হিসেবে পশ্চিম বর্ধমান ভাগ হয়ে গেলে, জেলার নিরাপত্তার দায়িত্ব বর্তায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে। তখন থেকেই আসানসোলের কার্যালয় থেকে সমস্ত পুলিশি কাজকর্ম এবং প্রশাসনিক কাজকর্ম চলছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শহর জুড়ে হবে কুকুরের বন্ধ্যাত্বকরণ
এক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল দুর্গাপুরের মানুষজনের। কারণ কোন বড় সমস্যা সমাধানের সময় তাদের যেতে হচ্ছিল আসানসোল। সেই বিষয়টি সমাধান করতেই কমিশনার এবার থেকে সপ্তাহে একদিন করে দুর্গাপুরে কার্যালয়ে আসবেন। সিদ্ধান্ত হয়েছে এমনটাই। স্বাভাবিক ভাবেই পুলিশ কমিশনারের এই সিদ্ধান্তে খুশি জেলার মানুষজন। পাশাপাশি এই পদক্ষেপের ফলে পুলিশ এবং প্রশাসনিক কাজকর্ম অনেকটা সুবিধা হবে বলে আশা করা যাচ্ছে।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
June 06, 2022 5:30 PM IST