Paschim Bardhaman: শহর জুড়ে হবে কুকুরের বন্ধ্যাত্বকরণ

Last Updated:

বেশ কয়েক বছর বন্ধ থাকার পর দুর্গাপুর শহরে শুরু হচ্ছে পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া। শহরে পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গাপুর পুরসভার তরফ থেকে।

+
title=

দুর্গাপুর: বেশ কয়েক বছর বন্ধ থাকার পর দুর্গাপুর শহরে শুরু হচ্ছে পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া। শহরে পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গাপুর পুরসভার তরফ থেকে। দুর্গাপুর পুরসভা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া চালিয়ে যাবে। গোটা শহর জুড়ে এই বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া চালানো হবে। পুরসভার উদ্যোগে পুরসভার ৪৩ টি ওয়ার্ডে চলবে এই কাজ। এমনটাই জানিয়েছেন দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জি। তিনি বলেছেন, পথ কুকুরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। প্রায় পনেরো থেকে ষোলো হাজার পথ কুকুর রয়েছে দুর্গাপুর শহর জুড়ে। কিন্তু অধিক পরিমাণ পথ কুকুরের জন্য মাঝেমধ্যেই মানুষকে বেকায়দায় পড়তে হয়। আবার কখনও সাধারণ মানুষের হাতে আক্রান্ত হয় নিরীহ পশু গুলি।
বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় তারা। তাছাড়াও পথ কুকুরের সংখ্যা শহর জুড়ে অনেক বেড়ে যাওয়ায়, তাদের মধ্যে দলীয় সংঘাত বেড়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সমস্ত দিকগুলি মাথায় রেখেই কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর পুরসভা।
আরও পড়ুনঃ লকডাউনের বাড়তি সময় সাহায্য করেছে সাফল্যে
এই বিষয়ে দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জি শহরবাসীকে আর্জি জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বলছেন, কুকুরগুলিকে নিয়ে এসে অপারেশনের পর সুস্থ করে ফের যথাস্থানে ফিরিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাটি না কেটে, বালি ভরাট ছাড়াই ঘাসের ওপরে কংক্রিটের রাস্তা নির্মাণের অভিযোগ
প্রথম ধাপে প্রায় ৮০০ টি কুকুরের বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া চালাবে দুর্গাপুর পুরসভা। পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে এই প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি অনিন্দিতা মুখার্জি প্রস্তাব দিয়েছেন, আগামী পুরবোর্ড গঠনের সময়, পুরসভার অধীনে প্রাণী দপ্তর রাখার।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: শহর জুড়ে হবে কুকুরের বন্ধ্যাত্বকরণ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement