Paschim Bardhaman: সমাজসেবীর উদ্যোগে দেখানো হল 'দ্য কাশ্মীর ফাইলস'
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দুর্গাপুরের দেখানো হল দ্যা কাশ্মীর ফাইলস। দুর্গাপুরের সিটি সেন্টার এর একটি মাল্টিপ্লেক্সের দ্যা কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখানোর ব্যবস্থা করা হয়। দুর্গাপুরের বহু মানুষকে এদিন এই সিনেমাটি দেখানো হয়েছে বিনামূল্যে।
দুর্গাপুর: দুর্গাপুরে দেখানো হল দ্য কাশ্মীর ফাইলস। দুর্গাপুরের সিটি সেন্টার এর একটি মাল্টিপ্লেক্সের দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখানোর ব্যবস্থা করা হয়। দুর্গাপুরের বহু মানুষকে এদিন এই সিনেমাটি দেখানো হয়েছে বিনামূল্যে। এক সমাজসেবীর উদ্যোগে এদিন সিনেমাটি বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করা হয়। যেখানে সমস্ত দলের কর্মী সমর্থকরা সিনেমাটি দেখতে হাজির হয়েছিলেন বলে দাবি করেছেন উদ্যোক্তা নিজে। জানা গিয়েছে, দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখানোর জন্য প্রায় ৩০০ টিকিট কেটেছিলেন উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলী। যদিও এই সিনেমাটি দেখার জন্য ৫০০ এর বেশি মানুষকে হাজির হতে দেখা গিয়েছে। এই সিনেমাটি উদ্যোক্তার তরফ থেকে সকলকে দেখানো হয়েছে। সিনেমাটি দেখতে পেরে দর্শক মহল বেশ উচ্ছ্বসিত। দর্শকরা অপেক্ষা করেছেন লাইন দাঁড়িয়ে। অপেক্ষা করেছেন মাল্টিপ্লেক্সর ভেতরে ঢোকার জন্য। তাছাড়া বহু দর্শককে সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। অনেক দর্শক জাতীয় পতাকা হাতে নিয়ে এই সিনেমাটি দেখতে এসেছিলেন। যদিও মাল্টিপ্লেক্সে কিছু দর্শক জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন। যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলী। যদিও তিনি বলেছেন, এখানে কোন রাজনৈতিক বিষয় নেই। জাতীয়তাবাদী সিনেমা হিসেবে দ্যা কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখানোর ব্যবস্থা করেছেন তিনি। তিনি মনে করেন প্রত্যেক ভারতবাসী এই সিনেমাটি দেখা উচিত। জাতীয়তাবাদী সিনেমাটি দেখানোর জন্যই তিনি উদ্যোগ নিয়েছিলেন। তবে মাল্টিপ্লেক্স জয় শ্রীরাম ধ্বনি দেওয়া নিয়ে তৃণমূল, কংগ্রেস, বাম নেতারা সরব হয়েছেন। তারা বলছেন, মাল্টিপ্লেক্সের ভিতর এই ধরনের ধ্বনি দর্শকদের দেওয়া উচিত হয়নি। তবে দর্শকদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস দেখা গিয়েছে দ্যা কাশ্মীর ফাইলসসিনেমাটি নিয়ে। সকলেই মাল্টিপ্লেক্স সিনেমা দেখে বেরিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
Location :
First Published :
March 22, 2022 4:33 PM IST