Paschim Bardhaman: ২২ রকম মাছের বিভিন্ন পদের সম্ভার নিয়ে মাছ মেলা

Last Updated:

এই মেলায় মাছের স্বাদ গ্রহণ করতে গাঁটের কড়ি খরচ করতে হয়নি কাওকে। সম্পূর্ণ বিনামূল্যে মেলায় আসা দর্শনার্থীরা মাছের স্বাদ গ্রহণ করতে পেরেছেন। ডাল, ভাত, সবজি সহযোগে মাছের বিভিন্ন রকম পদের স্বাদ পরখ করে দেখেছেন দর্শনার্থীরা। 

+
দুর্গাপুরের

দুর্গাপুরের গান্ধী ময়দানে আয়োজিত মাছ মেলা।

দুর্গাপুর: দুর্গাপুরে হয়ে গেল অভিনব মাছের মেলা। মাছে ভাতে বাঙালির একঘেয়েমি কাটাতে, অভিনব মেলার আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের গান্ধী ময়দানে। বিভিন্ন মাছের, বিভিন্ন পদের সম্ভার নিয়ে দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল অভিনব মেলার। ডাল - ভাত, সবজির সঙ্গে মাছের নানা রকমের পদের সম্ভার ছিল এই মেলায়। মেনুতে বাদ যায়নি মাছের ঝোল, মাছের টক ইত্যাদিও। পমফ্রেট, ভেটকি সহ বিভিন্ন মাছের নানা রকমের পদের থালির আয়োজন ছিল অভিনব এই মেলায়। তার থেকে অভিনব ছিল, এই মেলায় মাছের স্বাদ গ্রহণ করতে গাঁটের কড়ি খরচ করতে হয়নি কাওকে। সম্পূর্ণ বিনামূল্যে মেলায় আসা দর্শনার্থীরা মাছের স্বাদ গ্রহণ করতে পেরেছেন। ডাল, ভাত, সবজি সহযোগে মাছের বিভিন্ন রকম পদের স্বাদ পরখ করে দেখেছেন দর্শনার্থীরা। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়। বিভিন্ন রকমের মাছের স্বাদ গ্রহণ করার সুযোগ ছিল প্রত্যেক দর্শনার্থীর কাছে। দুর্গাপুরে প্রথমবারের জন্য অভিনব এই মেলার আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরের গান্ধী ময়দানে একটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অভিনব এই মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তারা বলছেন, করোনা ভাইরাসের তাণ্ডবে এবং লকডাউন এর জেরে, দীর্ঘদিন ঘর বন্দী রয়েছেন মানুষ। মন চাইলেও অনেকে বাইরে ঘুরতে যেতে পারছেন না। ঘুরতে গেলেও সফর নিয়ে চিন্তা থাকছে অনেকের। ফলে বহু মানুষের জীবনে একঘেয়েমি নেমে এসেছে। তাই খাদ্য প্রিয় বাঙালি একঘেয়েমি কাটাতে দুর্গাপুর শহরে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। 'মাছে-ভাতে বাঙালির' মুখে বিভিন্ন রকম মাছের স্বাদ তুলে দিতে মাছ মেলার আয়োজন করা হয়েছিল। প্রত্যেক শহরবাসী যাতে বিভিন্ন মাছের স্বাদ গ্রহণ করতে পারেন, তার জন্যই বিনামূল্যে এই মেলার আয়োজন করা হয়েছিল। করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষকে একঘেয়েমি দূর করতে এবং উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানান উদ্যোগতারা। এই মেলায় শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন আসেন এবং পেট পুরে মাছ আর ভাত খেয়ে একটু আনন্দ উপভোগ করেন। এই মেলার উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা অপূর্ব মুখার্জি, নগর নিগমের, চেয়ারম্যান মৃগেন পাল সহ অন্যান্য পুরপিতা এবং পুরমাতারা। অভিনব এই মাছ মেলাকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ২২ রকম মাছের বিভিন্ন পদের সম্ভার নিয়ে মাছ মেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement