৫১ নয়, ওয়াংখেড়েতে ৪১ বলে সেঞ্চুরি করলেন শ্যেন ওয়াটসন

Last Updated:

চলতি আইপিএলে এটা দ্বিতীয় শতরান ওয়াটসনের ৷

#মুম্বই: ওয়াংখেড়েতে ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা ৷ একেবারেই সহজ টার্গেট নয় ৷ কিন্তু সেই কঠিন কাজকেই এদিন সহজ করে দেখালেন এক অস্ট্রেলিয় অলরাউন্ডার ৷ শুরুতে ১০টা বল ডট খেলা কোনও ব্যাটসম্যান যে এভাবে একার হাতেই বিপক্ষকে শেষ করবেন, সেটা হয়তো কল্পনাও করেননি কেউই ৷ কিন্তু ৫৭ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে তৃতীয় আইপিএল খেতাবটা এনে দিলেন শ্যেন ওয়াটসন ৷
চলতি আইপিএলে এটা দ্বিতীয় শতরান ওয়াটসনের ৷ আইপিএল ফাইনালেও এই নিয়ে দু’টো সেঞ্চুরি করা হয়ে গেল তাঁর ৷ অস্ট্রেলিয় অলরাউন্ডারের ব্যাট জ্বলে উঠল একেবারে ঠিক সময় ৷ এদিন স্কোরবোর্ড ৫১ বলে ওয়াটসন সেঞ্চুরি পূরণ করেছেন দেখালেও আদতে সেই সংখ্যাটা হবে ৪১ ৷ কারণ তাঁর দুর্দান্ত ইনিংসের প্রথম ১০টা বল কিন্তু ‘ডট’ ৷
advertisement
advertisement
Photo Courtesy: IPL/BCCI Photo Courtesy: IPL/BCCI
১৭৮ রানের পুঁজি নিয়ে দারুণভাবে বোলিং শুরু করেছিলেন হায়দরাবাদ বোলাররা ৷ ভুবনেশ্বর প্রথম ওভার মেডেনও করেন ৷ কিন্তু তখন কি কেউ ভেবেছিল , যে আর কিছুুক্ষণ পরেই অপেক্ষা করছে ওয়াটসন ঝড় ! সিএসকে ওপেনারের ইনিংসটি সাজানো ১১টি চার এবং ৮টি বিশাল ছক্কায় ৷ সন্দীপ শর্মাকে এক ওভারেই পরপর তিনটি ছক্কা মারেন ওয়াটসন ৷ ওখানেই ম্যাচ জেতার যাবতীয় আশা শেষ হয়ে যায় হায়দরাবাদের ৷ এবারের আইপিএলে ফাইনাল মিলিয়ে মোট চার বারের সাক্ষাতে চারবারই সানরাইজার্সকে হারাতে সফল ধোনির সিএসকে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৫১ নয়, ওয়াংখেড়েতে ৪১ বলে সেঞ্চুরি করলেন শ্যেন ওয়াটসন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement