হায়দরাবাদকে ৮ উইকেটে দুমড়ে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁল ধোনির সিএসকে
Last Updated:
সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৮/৬ ( ২০ ওভার )
চেন্নাই সুপার কিংস: ১৮১/২ ( ১৮.৩ ওভার )
৯ বল বাকী থাকতেই ৮ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস
advertisement
#মুম্বই: ১১ বছরের আইপিএলের ইতিহাসে দু’বছর শুধুমাত্র নির্বাসনে ছিলেন তাঁরা ৷ বাকী ফ্র্যাঞ্চাইজিগুলি নিশ্চয় ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিয়েছিল ওই সময় ৷ কারণ আর যাই হোক, সিএসকে-কে তো তাদের আর খেলতে হয়নি ওই দু’বছর ৷ চেন্নাই সুপার কিংস কেন বাকীদের থেকে একটু হলেও সবসময় এগিয়ে ওয়াংখেড়েতে রবিবাসরীয় ফাইনালই ফের তার প্রমাণ ৷ চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা যেমন প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ ৷ আইপিএলের ক্ষেত্রে ঠিক তেমনটাই করে দেখিয়েছে ধোনির সিএসকে ৷
advertisement
দু’বছর নির্বাসনের জন্য এখনও পর্যন্ত মোট ৯টা আইপিএল খেলেছে চেন্নাই সুপার কিংস ৷ যার মধ্যে ৭টা-তেই ফাইনাল খেলেছে এই দল ৷ তিনবারের চ্যাম্পিয়ন ৷ এদিন জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে একই আসনে ধোনির দল ৷ এই দু’দলের দখলেই এখন তিনটি করে আইপিএল খেতাব ৷ নির্বাসনের পর ফিরে এসেই ফের ট্রফি জয় চেন্নাই সুপার কিংসের ৷ এন শ্রীনিবাসন সোমবার পার্টির কথা আগেই ঘোষণা করেছিলেন ৷ সিএসকে জেতায় এখন সোমবারের সেলিব্রেশনও যে দ্বিগুণ হবে, তা এখনই বলে দেওয়া যায় ৷
Location :
First Published :
May 27, 2018 11:18 PM IST