ওয়াটসন গোলায় ধ্বংস সানরাইজার্স ! তৃতীয় আইপিএল খেতাব ধোনির সিএসকের
Last Updated:
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের
#মুম্বই: আজ রবিবার আইপিএলের মেগা ফাইনাল। ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হারলেও ইডেনে কেকেআর বধ করে আবার পুরনো শত্রুর সামনে হায়দরাবাদ। রশিদের ফর্মে দ্বিতীয়বার আইপিএল জয়ের স্বপ্নে মশগুল হায়দরাবাদ। উল্টো দিকে সাত বার ফাইনালে ওঠা ধোনির চেন্নাই সুপার কিংস। দু’বছরের নির্বাসন কাটিয়ে ফিরে আবার পুরনো ফর্মে ‘ইয়েলো ব্রিগেড’। ধোনির চেন্নাই এবারের আইপিএলে বেশ কয়েকবার বড় রান তাড়া করেছে। আর উইলিয়ামসনের হায়দরাবাদ বেশ কয়েকটি ম্যাচ দেড়শোর কম রান পুঁজি করে জিতেছে।