৫১ নয়, ওয়াংখেড়েতে ৪১ বলে সেঞ্চুরি করলেন শ্যেন ওয়াটসন

Last Updated:

চলতি আইপিএলে এটা দ্বিতীয় শতরান ওয়াটসনের ৷

#মুম্বই: ওয়াংখেড়েতে ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা ৷ একেবারেই সহজ টার্গেট নয় ৷ কিন্তু সেই কঠিন কাজকেই এদিন সহজ করে দেখালেন এক অস্ট্রেলিয় অলরাউন্ডার ৷ শুরুতে ১০টা বল ডট খেলা কোনও ব্যাটসম্যান যে এভাবে একার হাতেই বিপক্ষকে শেষ করবেন, সেটা হয়তো কল্পনাও করেননি কেউই ৷ কিন্তু ৫৭ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে তৃতীয় আইপিএল খেতাবটা এনে দিলেন শ্যেন ওয়াটসন ৷
চলতি আইপিএলে এটা দ্বিতীয় শতরান ওয়াটসনের ৷ আইপিএল ফাইনালেও এই নিয়ে দু’টো সেঞ্চুরি করা হয়ে গেল তাঁর ৷ অস্ট্রেলিয় অলরাউন্ডারের ব্যাট জ্বলে উঠল একেবারে ঠিক সময় ৷ এদিন স্কোরবোর্ড ৫১ বলে ওয়াটসন সেঞ্চুরি পূরণ করেছেন দেখালেও আদতে সেই সংখ্যাটা হবে ৪১ ৷ কারণ তাঁর দুর্দান্ত ইনিংসের প্রথম ১০টা বল কিন্তু ‘ডট’ ৷
advertisement
advertisement
Photo Courtesy: IPL/BCCI Photo Courtesy: IPL/BCCI
১৭৮ রানের পুঁজি নিয়ে দারুণভাবে বোলিং শুরু করেছিলেন হায়দরাবাদ বোলাররা ৷ ভুবনেশ্বর প্রথম ওভার মেডেনও করেন ৷ কিন্তু তখন কি কেউ ভেবেছিল , যে আর কিছুুক্ষণ পরেই অপেক্ষা করছে ওয়াটসন ঝড় ! সিএসকে ওপেনারের ইনিংসটি সাজানো ১১টি চার এবং ৮টি বিশাল ছক্কায় ৷ সন্দীপ শর্মাকে এক ওভারেই পরপর তিনটি ছক্কা মারেন ওয়াটসন ৷ ওখানেই ম্যাচ জেতার যাবতীয় আশা শেষ হয়ে যায় হায়দরাবাদের ৷ এবারের আইপিএলে ফাইনাল মিলিয়ে মোট চার বারের সাক্ষাতে চারবারই সানরাইজার্সকে হারাতে সফল ধোনির সিএসকে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৫১ নয়, ওয়াংখেড়েতে ৪১ বলে সেঞ্চুরি করলেন শ্যেন ওয়াটসন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement