Uttar Dinajpur News: ঘরে বসে চলত ব্যবসা, পুজোর আগে প্রদর্শনীতে জমজমাট মহিলা বাজার

Last Updated:

দুর্গাপুজোর আগে মহিলা ব্যবসায়ীদের নিয়ে কালিয়াগঞ্জে শুরু হয়েছে মহিলা বাজার

+
title=

উত্তর দিনাজপুর: শুধু ঘর নয়, বর্তমানে মেয়েরা বাইরের কাজ‌ও সমান দক্ষতায় সামলাচ্ছে। অনেকেই এবার অফিসে না গিয়ে বাড়িতে বসেই অনলাইন ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন। এইসব মহিলা ব্যবসায়ীদের এক ছাদের তলায় এনেছে স্বয়ং সম্পূর্ণার আয়োজিত উৎসব উমার আগমন। পুজোর আগেই কালিয়াগঞ্জে সাড়া ফেলে দিয়েছে মহিলাদের তৈরি জিনিসের এই প্রদর্শনী বাজার।
কালিয়াগঞ্জে আয়োজিত এই মহিলা বাজারে রকমারি শাড়ি, গয়না, জুতো, ব্যাগ সহ রকমারি জিনিস পাওয়া যাচ্ছে। গৃহস্থ ও নারীদের প্রয়োজনীয় সব জিনিস মিলছে এই স্টলগুলিতে। আর তাই পুজোর আগে পছন্দের জিনিসপত্র কিনে নিতে জমছে ভিড়। স্বয়ং সম্পূর্ণা গ্রুপের মূল অ্যাডমিন পম্পা দেব চৌধুরী ও দেবশ্রী রায় ছাড়াও রয়েছেন মৌমিতা ভক্ত সাহা ও অনিক রায়।
advertisement
advertisement
৩৫ টি স্টল নিয়ে তিন দিনব্যাপী এই পুজো প্রদর্শনী বাজার চলছে কালিয়াগঞ্জ হনুমান মন্দিরে। সব মিলিয়ে পুজোর আগে জমজমাট হয়ে উঠছে এই পুজোর কালেকশনের বাজার। বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে প্রতিটি স্টলে। তাই পছন্দের জিনিস কিনতে পুজোর আগে একবার ঢুঁ মেরে আসতে পারেন মহিলাদের এই জামা-কাপড়ের প্রদর্শনীতে।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ঘরে বসে চলত ব্যবসা, পুজোর আগে প্রদর্শনীতে জমজমাট মহিলা বাজার
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement