WB Panchayat Election 2023: ফের উত্তপ্ত বাংলার আনাচ-কানাচ! গাড়ি জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে প্রতিবাদ জনতার
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
WB Panchayat Election 2023: ভাঙচুর করা হল সরকারি বাস, অবরোধকারীদের ইঁটের আঘাতে আহত হল সরকারি বাসের ড্রাইভার। এলাকাবাসীর অভিযোগ গতকাল তাদের এই এলাকায় ভোট সন্ত্রাস চালিয়েছে শাসক দল।
গোয়ালপোখোর: গতকালের রাজনৈতিক সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আজ ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নং এলাকার রামপুর চাঁদনীচকের বিলন পঞ্চয়েত এলাকা। এলাকাবাসীরা জ্বালিয়ে দিল দুটি গাড়ি,বেশ কিছুক্ষণ ধরে অবরোধ করল ৩১ নম্বর জাতীয় সড়ক। ভাঙচুর করা হল সরকারি বাস, অবরোধকারীদের ইটের আঘাতে আহত হল সরকারি বাসের ড্রাইভার।
advertisement
এলাকাবাসীর অভিযোগ গতকাল তাঁদের এই এলাকায় ভোট সন্ত্রাস চালিয়েছে শাসক দল। ব্যালট বক্স থেকে ব্যালট পেপার লুট করা হয়েছে। পাশাপাশি চারজন কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্হায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীদের দাবী পুনরায় নতুন করে ভোট করাতে হবে। না হলে তাঁদের এই আন্দোলন চলতে থাকবে।
advertisement
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। গতকাল সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ্যা! খুন-জখম-ছাপ্পা বাদ পড়েনি কিছুই। ভোট শেষ হলেও শেষ হয়নি রাজনৈতিক তরজা। শনিবার, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে যে রক্তের বন্যা বয়ে গেল তা দেখে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। সবার একটাই প্রশ্ন, এই মৃত্যু মিছিলের শেষ কোথায়?
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 5:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
WB Panchayat Election 2023: ফের উত্তপ্ত বাংলার আনাচ-কানাচ! গাড়ি জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে প্রতিবাদ জনতার