Uttar Dinajpur News: পুরসভাকে বলেও লাভ হয়নি! সাপের উপদ্রব থেকে বাঁচতে এলাকা পরিষ্কারে নামলেন কাউন্সিলর নিজেই
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
বর্ষাকালে জঙ্গলে ভরে যাওয়ায় এলাকায় একদিকে যেমন সাপের আতঙ্ক অন্যদিকে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। তাই ওয়ার্ডের কাউন্সিলার নিজেই হাঁসুয়া হাতে জঙ্গল পরিষ্কার করতে নেমে পড়লেন।
উত্তর দিনাজপুর: দিনের বেলায় রাস্তার উপর প্রায় দিনই দেখা মেলে বিষধর সাপের। বর্ষা নামতেই এই এলাকায় বেড়ে যায় সাপের উপদ্রব। রাস্তার পাশের ঝোপঝাড় জঙ্গল থেকে প্রায়শই দেখা মিলছে বিশাল আকারের সাপ। সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কিত ওয়ার্ডের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে হাতে হাঁসুয়া নিয়ে মাঠে নামলেন কাউন্সিলার। কালিয়াগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস ওয়ার্ডের কর্মীদের নিয়ে নিজেই জঙ্গল সাফাই অভিযানে নামলেন।
শুধু রাস্তার জঙ্গলই নয় এদিন বাড়ির আশে পাশের জঙ্গল কেটে সাফাই কর্মীদের দিয়ে সেই ওয়ার্ডের নোংরা আবর্জনাগুলো ট্রাক্টর দিয়ে তুলে ফেলারও ব্যবস্থা করলেন গৌরাঙ্গ বাবু। উল্লেখ কালিয়াগঞ্জের ১০ নম্বর ওয়ার্ড সাহা পাড়া প্রতি বছর বর্ষা আসতেই ঝোপ ঝাড় জঙ্গলে ভরে যায়। পৌরসভার কোন সাফাই কর্মী এই ওয়ার্ডের জঙ্গল পরিষ্কার করতে তেমন আসেননা বলে দীর্ঘদিন ধরে অভিযোগ এলাকার সাধারণ মানুষের।
advertisement
আরও পড়ুন ঃ স্কুল চলাকালীন বড়সড় দুর্ঘটনা! ছাদের চাঙর ভেঙে জখম ৫ পড়ুয়া
এমন পরিস্থিতিতে সাফাই কর্মী ছাড়াই নিজেই ওয়ার্ড পরিষ্কার রাখতে কর্মী সমর্থকদের নিয়ে হাঁসুয়া হাতে ওয়ার্ড পরিষ্কার করার অভিযানে নেমেছেন গৌরাঙ্গ দাস। এলাকার সাধারণ মানুষ জানান বর্ষার মরশুমে এখন সাপের প্রবল আতঙ্ক। সন্ধ্যার পর রাস্তায় পা ফেলতে ভয় পান তারা। সন্ধ্যে নামতেই সাপের ভয়ে এই এলাকায় কেউ পা রাখেনা। এদিন ওয়ার্ড কাউন্সিলরকে হাঁসুয়া হাতে ওয়ার্ড পরিষ্কার করতে দেখে কিছুটা অবাক হয়ে যান ওয়ার্ডবাসী।
advertisement
advertisement
এদিন গৌরাঙ্গবাবুর এহেন কাজকে সাধুবাদ জানান ওয়ার্ডের সাধারণ মানুষ। গৌরাঙ্গ বাবু জানান, “এই এলাকার মানুষদের অভিযোগ আসছিল সাপের অত্যাচারে রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে গেছে। বর্ষাকালে জঙ্গলে ভরে যাওয়ায় এলাকায় একদিকে যেমন সাপের আতঙ্ক অন্যদিকে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। তাই ওয়ার্ড পরিষ্কার করা যেহেতু আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই নিজেই বেরিয়ে পড়েছি এই ওয়ার্ড পরিষ্কারের কাজে।”
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 19, 2023 10:21 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: পুরসভাকে বলেও লাভ হয়নি! সাপের উপদ্রব থেকে বাঁচতে এলাকা পরিষ্কারে নামলেন কাউন্সিলর নিজেই







