Uttar Dinajpur News: বিদেশের মাটিতে দৌড় প্রতিযোগিতায় প্রথম রায়গঞ্জের সোনিয়া বৈশ্য

Last Updated:

শ্রীলঙ্কা ন্যাশনাল অ্যাথলেটিক্স ২০২৩ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন রায়গঞ্জের বাসিন্দা সোনিয়া বৈশ্য। তিনি সেখানে সোনা জেতেন।

+
title=

উত্তর দিনাজপুর: বিদেশের মাটিতে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভারতের মুখ উজ্জ্বল করলো রায়গঞ্জের মেয়ে সোনিয়া বৈশ্য। সম্প্রতি শ্রীলঙ্কা ন্যাশনাল অ্যাথলেটিক্স ২০২৩ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন রায়গঞ্জের বাসিন্দা সোনিয়া বৈশ্য। সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জিতে নেয় সোনিয়া। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নেতাজি পল্লীর বাসিন্দা ২৬ বছরে সোনিয়া বৈশ্য। ছোটবেলা থেকেই সোনিয়ার স্বপ্ন ছিল বড় হয়ে অ্যাথলেটিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন। তাই ছোট থেকে বিভিন্ন ধরনের খেলায় সে অংশ গ্রহণ করতো।
গত ২৮শে জুলাই থেকে ৩০শে জুলাই কলম্বোতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেয়। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন রায়গঞ্জের নেতাজিপল্লীর বাসিন্দা সোনিয়া। সোনিয়ার বাবা বরেন বৈশ্য একজন ব্যবসায়ী।
আরও পড়ুন ঃ প্রাচীন দানাশস্য চাষকে পুনর্জীবিত করতে অনবদ্য প্রয়াস কৃষি বিজ্ঞান কেন্দ্রের
মেয়ের স্বপ্ন পূরণে বরাবরই মেয়ের পাশে থেকেছেন বরেন বাবু। সোনিয়ার বাবা বরেন বৈশ্য বলেন মেয়ের প্রথম থেকেই স্বপ্ন ছিল ভারতের হয়ে বিদেশের মাটিতে সে খেলবে। তবে আজ তার জীবনের সবথেকে বড় স্বপ্ন সে পূরণ করেছে। মেয়ের সাফল্যে তিনি বাবা হিসেবে গর্বিত। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সোনিয়া।
advertisement
advertisement
আপাতত তাঁর লক্ষ্য আসন্ন এশিয়ান গেমস ২০২৩ ৷ যা অনুষ্ঠিত হবে চিনের হ্যাংঝাউয়ে। সেখানে অংশগ্রহণ করে দেশের হয়ে সোনা লক্ষ্য সোনিয়ার। তার জন্য সে দিনরাত পরিশ্রম করে চলেছেন। বর্তমানে সোনিয়া পুনেতে ন্যাশনাল অ্যাথলেটিক্স ক্যাম্পে রয়েছেন।
আরও পড়ুনঃ বাজার নয়! ভালোবাসার দোকান থেকে সবজি কিনতে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের 
উল্লেখ্য, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে প্রথম ও দ্বিতীয় হয় ভারতের দুই কন্যা। প্রথম হয় রায়গঞ্জের সোনিয়া বৈশ্য ও দ্বিতীয় হয় ভারতেরই দিসনা ম্যাথিউ এবং তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রতিযোগী। দেশের দুই কন্যার এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: বিদেশের মাটিতে দৌড় প্রতিযোগিতায় প্রথম রায়গঞ্জের সোনিয়া বৈশ্য
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement