Ratha Yatra, North Dinajpur News: উল্টো রথের অন্য চমক, অব্যবহৃত জিনিস দিয়েই রথ বানাল দশম শ্রেণির ছাত্র!

Last Updated:

ফেলে দেওয়া কার্ড বোর্ড, গিফট রাপিং পেপার, প্লাস্টিকের ক্রেট বিয়ারিং-সহ বিভিন্ন অব্যবহৃত দিয়ে রথ বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আয়ুশ

+
উল্টো

উল্টো রথের অন্য চমক, অব্যবহৃত জিনিস দিয়েই রথ বানাল দশম শ্রেণির ছাত্র উল্টো রথের অন্য চমক, অব্যবহৃত জিনিস দিয়েই রথ বানাল দশম শ্রেণির ছাত্র

ইসলামপুর: উল্টো রথযাত্রা উপলক্ষ্যে অভিনব রথ বানিয়ে তাক লাগাল দশম শ্রেণির ছাত্র। বাড়ির ব্যবহার অযোগ্য বস্তু দিয়ে মাত্র তিন ফুটের রথ বানিয়েছে ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা আয়ুশ দে। ফেলে দেওয়াকার্ড বোর্ড, গিফট রাপিং পেপার, প্লাস্টিক পেপার, এছাড়াও প্লাস্টিকের ক্রেট বিয়ারিং দিয়ে রথ বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আয়ুশ।
ব‍্যবহারের অযোগ‍্য বস্তু দিয়ে তৈরি আয়ুশের তিন ফুটের রথ প্রসংশা কুড়িয়েছে সকলের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের থানা কলোনির বাসিন্দা আয়ুশ দে।ইসলামপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে ছোট থেকেই সে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ভালোবাসে।
advertisement
advertisement
বাড়ির ব্যবহার অযোগ্য উপকরণ দিয়ে আয়ুশের ছোট থেকেই বিভিন্ন ধরনের মূর্তি বানানোর শখ । তবে এবার রথ বানিয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজোর আয়োজন করছে আয়ুশ। আয়ুশ জানায় যে ছোট থেকেই তাঁর ঘরের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে সে।
advertisement
গত বছর সে এক ফুটের রথ ও বানিয়ে ছিল। তবে এবছর সে তিন ফুটের রথ বানিয়েছে বাড়ির অপ্রয়োজনীয় সমস্ত সামগ্রী দিয়ে। আয়ুশের মা রিনা দে জানান ছোট থেকেই আমাদের বাড়ির অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আয়ুশ বিভিন্ন ধরনের পুতুল, মূর্তি এছাড়াও রথ বানায়। কোনও রকম টাকা খরচ না করেই সে এই সব জিনিস তৈরি করে। এবার ও সে রথ যাত্রা উপলক্ষ্যে তিন ফুটের রথ বানিয়ে সকলকে অবাক করে দিয়েছে।বাড়ির পরিত্যাক্ত উপকরণ দিয়ে এই তিন ফুটের রথ তৈরি করে সকলের কাছে প্রশংসার পাত্র হয়ে উঠেছে ছোট আয়ুশ।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Ratha Yatra, North Dinajpur News: উল্টো রথের অন্য চমক, অব্যবহৃত জিনিস দিয়েই রথ বানাল দশম শ্রেণির ছাত্র!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement