Indian Railways: উত্তর দিনাজপুরের ৩টি স্টেশন সাজবে নতুন সাজে! শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নিজে

Last Updated:

রবিবার সারা দেশ জুড়ে অমৃত ভারত প্রকল্পের আওতায় রেল স্টেশন গুলির উন্নয়নের কাজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

উত্তর দিনাজপুর: রবিবার সারা দেশ জুড়ে অমৃত ভারত প্রকল্পের আওতায় রেল স্টেশন গুলির উন্নয়নের কাজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের ৫০৮ টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে পুনরুন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন কে নবসাজে সাজিয়ে তুলতে রবিবার প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর মধ্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশন ছাড়াও ডালখোলা স্টেশনও রয়েছে। এদিন সকাল ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় থাকা কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুর স্টেশনের ভিত্তিক স্থাপনের উদ্বোধন করেন ভারতের প্রধান মন্ত্রী।
advertisement
advertisement
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতিনিধি কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা-সহ রেলের বিভিন্ন আধিকারিকগণ সহ বহু বিশিষ্ট ব্যাক্তি।
এদিনের এই অনুষ্ঠানটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনুষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের ছাত্রীরা দেশাত্মবোধক বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Indian Railways: উত্তর দিনাজপুরের ৩টি স্টেশন সাজবে নতুন সাজে! শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নিজে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement