South Dinajpur News: অভিনব উদ্যোগ বালুরঘাট থানায়! দেখলে অবাক হতেই হবে

Last Updated:

 দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বালুরঘাট থানার ভেতরে সংগ্রহশালা নজর কাড়ছে শহর তথা জেলাবাসীর।

+
সংগ্রহশালা 

সংগ্রহশালা 

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বালুরঘাট থানার ভেতরে সংগ্রহশালা নজর কাড়ছে শহর তথা জেলাবাসীর। যেখানে স্থান পেয়েছে রক্তক্ষয়ী তেভাগা আন্দোলন। আন্দোলনে শহীদদের স্মারক জায়গা করে নিয়েছে সংগ্রহশালায়। তার সঙ্গে অগাস্ট আন্দোলনে জেলার বীর সন্তানদের ছবি আকারে এখানে তুলে ধরা হয়েছে।
জেলাবাসীকে ইতিহাস সম্পর্কে বেশি করে সচেতন করতে এমন উদ্যোগ বলে পুলিশ প্রশাসন জানিয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ৪২-এর আন্দোলনের মাধ্যমে ব্যাপকতা লাভ করেছিল। সেপ্টেম্বর মাসের গণ আন্দোলনের ছবিও ফুটে উঠেছে সংগ্রহশালায়। তার সঙ্গে হিলির মেইল ডাকাতি, ৭১ এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানের সমস্ত ইতিহাস এখানে সংরক্ষিত করা হয়েছে।
advertisement
advertisement
ইতিহাসবিদ সমিত ঘোষ বলেন, “নতুন প্রজন্মকে গোড়া থেকে আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। তাহলে তারা এই বিষয়ে অবগত হবে। ভারতবর্ষে বালুরঘাট আগস্ট আন্দোলনে ব্যাপকতায় পঞ্চম স্থানে ছিল ও রাজ্যে মেদিনীপুরের পরেই দ্বিতীয় স্থানে ছিল। ভারত ছাড়ো আন্দোলনে বালুরঘাটের অবদানের কথা স্বীকার করে বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ইতিহাস বইয়ে বালুরঘাটের কথা লেখা হচ্ছে। ১৪ সেপ্টেম্বর দিনটিকেই বালুরঘাট দিবস হিসেবে উদযাপন করা হয় এখন।জেলার এই ইতিহাসগুলোকে জেলা পুলিশ সংগ্রহশালায় স্থান দেওয়ায় সকলেই খুশি।”
advertisement
জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, “তেভাগা আন্দোলন, হিলি মেইল ডাকাতি সহ জেলার গুরুত্বপূর্ণ ইতিহাসের অধ্যায়গুলো বালুরঘাট থানার সংগ্রহশালায় রাখা হয়েছে। সাধারণ মানুষ যাতে জেলার ইতিহাস সম্পর্কে জানতে পারেন তাই এই উদ্যোগ। তবে আগামীতে আরও অনেক বিষয়বস্তু এই সংগ্রহশালায় রাখার পরিকল্পনা রয়েছে।”
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: অভিনব উদ্যোগ বালুরঘাট থানায়! দেখলে অবাক হতেই হবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement