North Dinajpur News: স্কুলেই হল পিঠেপুলি উৎসব! কিন্তু কেন? জানলে অবাক হবেন

Last Updated:

সরকারি স্কুলেই এবার পালন করা হল পিঠে-পুলি উৎসব।বাঙালির ঐতিহ্য পরম্পরা ও রীতির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে ও এলাকার দরিদ্র পরিবারের পড়ুয়াদের কথা ভেবে স্কুলে আয়োজন করা হয় পিঠে-পুলি উৎসবের।

+
পিঠে

পিঠে পুলি 

উত্তর দিনাজপুর: সরকারি স্কুলেই এবার পালন করা হল পিঠে-পুলি উৎসব।বাঙালির ঐতিহ্য পরম্পরা ও রীতির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে ও এলাকার দরিদ্র পরিবারের পড়ুয়াদের কথা ভেবে স্কুলে আয়োজন করা হয় পিঠে-পুলি উৎসবের। মিড ডে মিলের পড়ুয়াদের দেওয়া হল নানান রকমের পিঠে ও পায়েস।
রায়গঞ্জ পার্বতী দেবী জিএসএফপি স্কুলে এদিন ছাত্র শিক্ষক মিলে পালন করল পিঠে-পুলে উৎসব। এই পিঠে-পুলি উৎসবে হরেক রকমের পিঠে-পুলির পসরা সাজিয়ে বসেছিল বিদ্যালয় শিক্ষা কর্মীরা। এদিন এই পিঠে-পুলি উৎসবে ছিল মিষ্টি আলুর রস বড়া, নলেন গুড়ের পায়েস, পাটিসাপটা, মালপোয়া-সহ হরেক রকম পিঠে।
advertisement
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ জানান, পৌষ মাস মানেই পিঠের মরশুম। আর গ্রাম বাংলার এই ঐতিহ্য, সংস্কৃতি পড়ুয়াদের মধ্যে প্রসারের লক্ষ্যে এই আয়োজন। প্রান্তিক এলাকার দিন আনা দিন খাওয়া অনেক পরিবারেই পিঠে পুলি উৎসব পালন করতে পারেনা তাই সেইসব পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলের পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের পিঠে ও পায়েস রান্না করা হয়েছে।
advertisement
পিঠেপুলি উত্‍সবের পাশাপাশি এদিন রায়গঞ্জ পার্বতী দেবী জিএস এপি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। স্কুলের এহেন উদ্যোগ দেখে খুশি ছাত্র-ছাত্রীর অভিভাবকরা।
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: স্কুলেই হল পিঠেপুলি উৎসব! কিন্তু কেন? জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement