North Dinajpur News: হাতুড়ে চিকিৎসককে দিয়ে গর্ভপাত! মর্মান্তিক পরিণতি গৃহবধূর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
North Dinajpur News: মোহাম্মদ মসিরউদ্দিন দীর্ঘদিন ধরে হাতুড়ে চিকিৎসক হিসেবে বহু প্রসুতির অবৈধভাবে গর্ভপাত করিয়ে আসছেন। এলাকায় অবৈধভাবে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হয় এক গৃহবধূর। এদিন গর্ভপাতের সময় মহিলার মৃত্যুর অভিযোগে গ্রেফতার করা হয়।
উত্তর দিনাজপুর: অবৈধ গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল মহিলার। এই ঘটনা ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুরের চোপড়ার ঘিরনিগাঁও এলাকায়। ঘটনার পর অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুরের ঘিরনিগাঁওয়ের লালবাজার এলাকায় মোহাম্মদ মসিরউদ্দিন দীর্ঘদিন ধরে হাতুড়ে চিকিৎসক হিসেবে বহু প্রসূতির অবৈধভাবে গর্ভপাত করিয়ে আসছেন। এলাকায় অবৈধভাবে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হয় এক গৃহবধূর।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত হিংসার অভিযোগে এবার বড় সিদ্ধান্ত বিজেপির! একুশের আগেই পথে নামছেন সুকান্ত-শুভেন্দুরা
এদিন গর্ভপাতের সময় মহিলার মৃত্যুর অভিযোগে গ্রেফতার হলেন হাতুড়ে চিকিৎসক তথা চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মসিরউদ্দিন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলার পরিবার থেকে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। যেহেতু ওই দম্পতির একটি সন্তান বর্তমানে রয়েছে তাই অন্তঃসত্ত্বা হওয়ার পর তিনি গর্ভপাত করাতে সেই হাতুড়ে ডাক্তারের কাছে গেলে গর্ভপাত করার সময় তাঁর মৃত্যু হয়।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 12:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: হাতুড়ে চিকিৎসককে দিয়ে গর্ভপাত! মর্মান্তিক পরিণতি গৃহবধূর