North Dinajpur News: শুধু কামাখ্যাতেই নয়! এই গ্রামেও বহু বছর ধরে হয়ে আসছে অম্বুবাচী পুজো!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
North Dinajpur News: জানা যায় অম্বুবাচী চলাকালীন এই গ্রামের মানুষ গরম খাবার খান না। আগের দিন রান্না করা খাবার এই গ্রামের মানুষ তিন দিন ধরে খেয়ে থাকেন।
চোপড়া: শুধু কামাখ্যাতেই নয় এই গ্রামে ও আজ থেকে বহু বছর ধরে হয়ে আসছে অম্বুবাচীর বা আমাতি পুজো। পুরনো রীতি মেনে এই গ্রামের মানুষ অম্বুবাচী বা আমাতি পুজোর আয়োজন করে থাকেন এই মন্দিরে। এই গ্রামের মানুষের বিশ্বাস এই গ্রামে কেউ যদি এই পুজো না করেন তবে ভয়াবহ ক্ষতি হয় তাদের। তাই নিয়ম করে প্রতিবছরের মতো এবছরেও উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সুফল গছ গ্রামের কচিকাচা থেকে বাড়ির বয়স্ক সকলে মিলে আয়োজন করেছেন অম্বুবাচীর পুজোর ।
চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের সুফল গছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে মা অম্বুবাচীর মন্দিরে গ্রামের সকলে মিলে এই পুজো করার নিয়ম রয়েছে ।পঞ্জিকা মতে প্রতি বছর আষাঢ় মাসের ৭ তারিখ অম্বুবাচি স্থানীয় মতে আমাতি দেবীর পুজো করে আসেন। তবে অনেকের মতে দেবী কামরূপ কামাখ্যাই উত্তর বঙ্গে আমাতি দেবী নামে পূজিত হন।
advertisement
advertisement
অন্য দেব দেবীর মতোই নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পূজা করা হয়। এই গ্রামে এই পুজো বড়দের পাশাপাশি কচি কাঁচারাও করে থাকেন। ধুমধাম আড়ম্বরের সঙ্গে এই গ্রামে অম্বুবাচী বা আমাতি পুজো অনুষ্ঠিত হয়।জানা যায় অম্বুবাচীর চলাকালীন এই গ্রামের মানুষ গরম খাবার খান না। আগের দিন রান্না করা খাবার এই গ্রামের মানুষ তিন দিন ধরে খেয়ে থাকেন।আবার অনেকে ফলমূল খেয়ে কাটিয়ে দেন সময়টা।এই সময় কোনো দেব দেবীর পুজো করেন না এই গ্রামের মানুষ।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 9:28 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: শুধু কামাখ্যাতেই নয়! এই গ্রামেও বহু বছর ধরে হয়ে আসছে অম্বুবাচী পুজো!