Uttar Dinajpur News: কর্তব্যরত চিকিৎসককে মার, প্রতিবাদে কালো ব্যাচ পরে আন্দোলন স্বাস্থ্যকর্মীদের
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অবস্থা সঙ্কটজনক দেখে রায়গঞ্জ জেলা হাসপাতালে ওই রোগীকে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যদিও বৃহস্পতিবার ভোরে সেই রোগীর মৃত্যু হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা।
উত্তর দিনাজপুর: কর্তব্যরত চিকিৎসককে মারধরের প্রতিবাদ স্বাস্থ্য কর্মীদের। কালো ব্যাচ পরে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখালেন বাকি চিকিৎসক ও নার্সরা। সেইসঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা।
বুধবার রাতে এক সাপে কাটা রোগীকে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন পরিজনেরা। কিন্তু তাঁর অবস্থা সঙ্কটজনক দেখে রায়গঞ্জ জেলা হাসপাতালে ওই রোগীকে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যদিও বৃহস্পতিবার ভোরে সেই রোগীর মৃত্যু হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাঁরা ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এসে এমার্জেন্সি ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর করেন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক সারফুল আলিকে মারধর করে মৃত রোগীর পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয় ওই হাসপাতালের বাকি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। প্রতিবাদে তাঁরা কালো ব্যাজ পরে অবস্থান বিক্ষোভে সামিল হন। ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক মনু গোরা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তদের শাস্তির দাবিতে অনড় স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের গেটের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 8:24 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: কর্তব্যরত চিকিৎসককে মার, প্রতিবাদে কালো ব্যাচ পরে আন্দোলন স্বাস্থ্যকর্মীদের









