North 24 Parganas News: যশোর রোডে উল্টে গেল বিশাল বড় ট্রাক, তীব্র যানজটে থমকালো বাংলাদেশগামী বাস

Last Updated:

যশোর রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের প্রাচীন গাছগুলির একটিতে গাড়িটি উচ্চতাজনিত কারণে বাধা পায়। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানের উপর গিয়ে পড়ে।

উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার ব্যস্ত সময়ে কন্টেনার উল্টে ব্যাপক যানজট যশোর রোডে। বাংলাদেশ সীমান্তের দিকে কন্টেনারটি যাচ্ছিল। কিন্তু গাইঘাটার চাঁদপাড়া এলাকায় সিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানের উপর উল্টে যায়। যদিও কারোর প্রাণহানি হয়নি। এই বিশাল বড় গাড়িটি রাস্তাজুড়ে উল্টে পড়ায় তীব্র যানজট তৈরি হয়।
গাড়িটিতে করে কন্টেনার হাউস নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতা থেকে রওনা হয়েছিল বাংলাদেশের উদ্দেশ্যে। যশোর রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের প্রাচীন গাছগুলির একটিতে গাড়িটি উচ্চতাজনিত কারণে বাধা পায়। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানের উপর গিয়ে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচে চা দোকানে থাকা লোকজন। এরপরই তীব্র যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। এমনকি আন্তর্জাতিক বাসও ওই যানজটে আটকে যায়।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয়। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে বন্ধ ছিল যাতায়াত। পরপর দাঁড়িয়ে যায় গাড়ি। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ক্রেনের সাহায্যে গাইঘাটার কাছে যশোর রোড থেকে উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে। চরম ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: যশোর রোডে উল্টে গেল বিশাল বড় ট্রাক, তীব্র যানজটে থমকালো বাংলাদেশগামী বাস
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement