Lok Sabha Election 2024: 'অজুহাত ছাড়ুন! ভোটের ডিউটি করুন!' ইভিএম হাতে বললেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি!

Last Updated:

Lok Sabha Election 2024: গত বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত সব ভোটেই তিনি ভোট কর্মীর কাজ করেছেন!

শামীম আখতার
শামীম আখতার
উত্তর দিনাজপুর: যখন বিভিন্ন সময় সরকারি চাকরিজীবীদের দেখা যায় ভোটের ডিউটি থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে। সেই সময় কোনরকম অজুহাত ছাড়াই নিষ্ঠা সহকারে নিজের ডিউটি পালন করতে দেখা গেল বিশেষভাবে সক্ষম শামীম আখতারকে।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা শামীম আখতার !তিনি একজন বিশেষভাবে সক্ষম ফুড এন্ড সাপ্লাই বিভাগের কর্মী। গত বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত সব ভোটেই তিনি ভোট কর্মীর কাজ করেছেন। এই লোকসভা ভোটে অন্যথা নয় তিনি আনন্দে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মী হয়ে।
advertisement
advertisement
শামীম আখতার বলেন, আমার কোন অসুবিধা হয় না। আমি আনন্দে এই উৎসবে যাচ্ছি। অন্যরা যখন ভোট গ্রহণ কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করেন? তার উত্তরে তিনি বলেন ভোটের সঙ্গে যুক্ত হন মনে শক্তি নিয়ে ভোটের কাজ করুন আপনারা আমার থেকেও অনেকেই ভাল আছেন। এই শামীম আখতারের মত সমাজের কিছু মানুষই শিখিয়ে দেয় কোন রকম অজুহাত ছাড়াই কিভাবে নিষ্ঠা সহকারে নিজের দায়িত্ব পালন করতে হয়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Lok Sabha Election 2024: 'অজুহাত ছাড়ুন! ভোটের ডিউটি করুন!' ইভিএম হাতে বললেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement