Kojagori Lakshmi Puja 2023: মহাসমারোহ কোজাগরী লক্ষ্মী পুজোয় হয় এই গ্রামে! চলে তিন রাত বাউল গান

Last Updated:

২৯ বছর আগে পূর্ব ভাণ্ডার গ্রামের বাসিন্দারা মন্দির বানিয়ে মূর্তিটির পুজো শুরু করেন।সারা বছর নিয়ম নিষ্ঠার সঙ্গে দু বেলা পুজো হয়। তবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটিতে মহাসমরহে সঙ্গে পুজোর আয়োজন করা হয় এখানে।

+
title=

উত্তর দিনাজপুর: দশমীর পর থেকে গ্রামের কোন বাড়িতে আমিষ হয় না। কারণ দশমী শেষ মানেই এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজো শুরু। জানা গিয়েছে ২৯ বছর আগে কালিয়াগঞ্জ ব্লকের ৭ নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভাণ্ডার গ্রামের একটি জমিতে চাষ করছিলেন কৃষি নরেশ বর্মণ। গোকুল চন্দ্র বর্মণের জমিতে চাষ করার সময় নরেশ বাবুর লাঙ্গলের ফলায় আটকে যায় একটি পাথর। সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে পাথরটিকে তুলে পরিস্কার করলে দেখা যায় কালো পাথরের খোঁদায় করা লক্ষ্মী নারায়নের মূর্তি।
মূর্তিটি লম্বায় প্রায় দেড় ফুট, চওড়ায় এক ফুট। প্রশাসনের পক্ষ থেকে মূর্তিটিকে নিয়ে যাবার চেষ্টা করা হলে, গ্রামবাসীদের বাঁধার মুখে পরে প্রশাসনের কর্তাদের খালি হাতে ফিরেতে হয়েছিল। এরপর ২৯ বছর আগে পূর্ব ভাণ্ডার গ্রামের বাসিন্দারা মন্দির বানিয়ে মূর্তিটির পুজো শুরু করেন।সারা বছর নিয়ম নিষ্ঠার সঙ্গে দু বেলা পুজো হয়। তবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটিতে মহাসমরহে সঙ্গে পুজোর আয়োজন করা হয় এখানে।
advertisement
advertisement
এই গ্রামের বাড়িতে বাড়িতে নয় বরং মন্দিরে সকল মহিলারা একত্রিত হয়ে কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো করেন।কোজাগরী লক্ষ্মী পুজো এখানে রাতে হয়। লক্ষ্মী-নারায়ণ মন্দির কমিটির সম্পাদক মনিন্দ্র নাথ রায় বলেন, ” গ্রামে বিয়ে, অন্নপ্রাশন হলেও লক্ষ্মী-নারায়ণ মন্দিরে এসে গ্রামবাসীরা প্রথমে পুজো দিয়ে যান। এই মন্দিরে গোটা বছর ধরে প্রচুর সোনা ও রুপার গহনা দান করেন ভক্তরা।”
advertisement
পূর্ব ভাণ্ডার গ্রামের লক্ষ্মী নারায়ণের পূজাকে কেন্দ্র করে আসে পাশের গ্রাম থেকে কয়েক হাজার লোকের সমাগম হয়। এখানে বিশাল মেলা বসার পাশাপাশি, তিন দিন তিন রাত ধরে চলে বাউল গানের আসর। এই পুজোকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে দূরদূরান্তের অতিথীরাও এসে হাজির হন। মা লক্ষ্মী এখানে গ্রামের দেবী। দুর্গা পূজার মতোই এই গ্রামে লক্ষ্মী পুজোতেও সকলে মেতে ওঠেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Kojagori Lakshmi Puja 2023: মহাসমারোহ কোজাগরী লক্ষ্মী পুজোয় হয় এই গ্রামে! চলে তিন রাত বাউল গান
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement