Chanar Pulao Recipe: চাল কিংবা চিড়ে দিয়ে নয়, মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন ছানার পোলাও

Last Updated:

Chanar Pulao Recipe: বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে এই ছানার পোলাও আপনি বানিয়ে ফেলতে পারবেন। 

+
ছানার

ছানার পোলাও 

উত্তর দিনাজপুর: বাঙালির প্রিয় খাবারের তালিকায় পোলাও থাকবেই। সেটা চালের পোলাও হোক কিংবা চিড়ের পোলাও। তবে কখনও কি ছানার পোলাও টেস্ট করে দেখেছেন? আসলে নামে পোলাও হলেও এটি এক ধরনের মিষ্টি।ছানা দিয়ে তৈরি এই মিষ্টি খেতে ভীষণ সুস্বাদু। সেইসঙ্গে দেখতেও চমৎকার।
বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে এই ছানার পোলাও আপনি বানিয়ে ফেলতে পারবেন। রাঁধুনি পিউ দাস জানান, ছানার পোলাও বানাতে লাগবে দুধ, বেসন গুঁড়ো, চিনি৷ প্রথমে কড়াইয়ে ভালভাবে দুধ জাল দিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানা ফাটিয়ে নিতে হবে । ছানা ফাটা হয়ে গেলে সেই ছানাটি জল ঝরিয়ে একটি সাদা কাপড়ের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর সেই মেখে রাখা ছানার সঙ্গে বেসন ও সামান্য জল দিয়ে ভালভাবে মেখে নিতে হবে।
advertisement
advertisement
ছানাটি বেসনের সঙ্গে ভালভাবে মেখে তারপর একটি কড়াইয়ে তেল গরম করে সেই ছানাটি গ্রেটারের সাহায্যে লম্বা লম্বা ঝুরঝুরো করে সাইজ মতো কেটে করে নিতে হবে।এই ঝুরি, ছানা মাঝারি আঁচে ৩০ সেকেন্ডের মতো ভাজুন। ছানাগুলো মচমচে হবার আগেই তেল থেকে তুলে দিন। এরপর সিরা তৈরির জন্য প্রথমে পাত্রে চিনি, জল, দারুচিনি এবং এলাচ একসঙ্গে নিয়ে জ্বাল দিন।
advertisement
সিরা ভালভাবে ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দিন। আলাদা পাত্রে মচমচে তেলেভাজা ছানাগুলো ফুটন্ত গরম সিরার মধ্যে রাখুন। এভাবে সব ছানা গরম সিরায় ঢেলে নাড়তে থাকুন। এভাবেই খুব সহজে বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন ছানার পোলাও।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Chanar Pulao Recipe: চাল কিংবা চিড়ে দিয়ে নয়, মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন ছানার পোলাও
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement