Uttar Dinajpur News: বর্ষা এলেই জলে ভাসে শ্মশান! দেহ সৎকারে চরম সমস্যায় গ্রামবাসীরা

Last Updated:

বর্ষাকাল এলেই বৃষ্টির জলে ভেসে যায় উত্তর দিনাজপুরের চোপড়ার মাধোভিটা গ্রামের শ্মশান

+
title=

উত্তর দিনাজপুর: বর্ষাকাল এলেই ভোগান্তির শেষ থাকে না চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েতের মাধোভিটা গ্রামের বাসিন্দাদের। জলনিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষাকালে ভেসে যায় গ্রামের শ্মশান। কেউ মারা গেলে দেহ সৎকার করতে গিয়ে চরম সমস্যায় পড়েন গ্রামবাসীরা। বছরের পর বছর ধরে এই সমস্যা চলে আসছে বলে এলাকাবাসীদের অভিযোগ। এমনকি গোটা গ্রামের রাস্তাঘাট সব বর্ষাকালে জলের তলায় ডুবে থাকে।
প্রতিবছরই বর্ষা এলে চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েতের মাধোভিটা গ্রামের কয়েকশো পরিবারের বাসিন্দাদের এই ভোগান্তি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য‌ই তাদের এই কষ্টের সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি বারবার স্থানীয় পঞ্চায়েতকে জানালেও কোন‌ও সুরাহা হয়নি বলে দাবি গ্রামবাসীদের। ওই গ্রামেরই বাসিন্দা নরেশ বর্মন জানান, বর্ষাকাল এলেই নদীর জল বেড়ে যাওয়ায় শ্মশানে জল ঢুকে যায়। সামান্য বৃষ্টিতেই নদীর বাঁধ ভেঙে এই পরিস্থিতি তৈরি হয়। এদিকে আমাদের গ্রাম থেকেও জল বের হ‌ওয়ার কোন‌ও পথ নেই।
advertisement
advertisement
মাধোভিটা গ্রামের এই সমস্যা প্রসঙ্গে মাঝিয়ালি পঞ্চায়েতের উপপ্রধান নরেশচন্দ্র সিংহ জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। দ্রুত সেখানে গিয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: বর্ষা এলেই জলে ভাসে শ্মশান! দেহ সৎকারে চরম সমস্যায় গ্রামবাসীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement