North Dinajpur News: টিকিট কাটুন একবার, মাছ ধরুন যত খুশি! আছে ৪৫ কিলো ওজনের মাছও
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
উত্তর দিনাজপুর নয় দক্ষিণ দিনাজপুর ,মালদা, শিলিগুড়ি, এমনকি কলকাতা থেকেও বহু মানুষ এই করণ রাজার পুকুরে আসছেন মাছ ধরার প্রতিযোগিতায় সামিল হতে।
উত্তর দিনাজপুর:৬০০ টাকার টিকিট কাটলেই এবার ছিপ দিয়ে তুলে নিন যতো খুশি ততো মাছ। রুই, কাতলা, মৃগেল সবই রয়েছে এই করণ রাজার পুকুরে।উত্তর দিনাজপুর জেলার করণদীঘির ঐতিহাসিক করণ রাজার পুকুরে সরকারি ভাবে শুরু হয়েছে মাছ ধরার প্রতিযোগিতা।
৬০০ টাকার টিকিট কেটে এই পুকুর থেকে মাছ ধরতে প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন। শুধু উত্তর দিনাজপুর নয় দক্ষিণ দিনাজপুর ,মালদা, শিলিগুড়ি, এমনকি কলকাতা থেকেও বহু মানুষ এই করণ রাজার পুকুরে আসছেন মাছ ধরার প্রতিযোগিতায় সামিল হতে।
advertisement
সাত কিলো থেকে ৪৫ কিলো পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ এই পুকুরে রয়েছে। মৎস্যজীবীরা তো বটেই এছাড়াও বহু সাধারণ মানুষ এই মাছ ধরার প্রতিযোগিতায় সামিল হন।
advertisement
জানা যায় প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী করণদিঘির করন রাজার পুকুরে চলে এই মাছ ধরার প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতা চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। উত্তর দিনাজপুর জেলা-সহ আশেপাশের জেলা থেকে বহু মানুষেরা৷
৬০০ টাকা দিয়ে টিকিট কেটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ ধরছেন। অনেকেই প্রায় ৭ থেকে ১৫ কিলো কেউ বা আবার ৪৫ কিলো ওজনের মাছ পাচ্ছেন এখানে। মাছ ধরার পাশাপাশি এই প্রতিযোগিতাদেখতে বহু মানুষ ভিড় করছে এখানে।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 17, 2023 4:49 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: টিকিট কাটুন একবার, মাছ ধরুন যত খুশি! আছে ৪৫ কিলো ওজনের মাছও








