Uttar Dinajpur News: জেনে নিন জনপ্রিয় হাজারবিবি ধানের বীজতলা তৈরি, বপন ও চারা রোপণের পদ্ধতি
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
উত্তর দিনাজপুরে গ্রামীণ মানুষদের জনপ্রিয় প্রজাতি হাজারবিবি ধান। জেনে নিন এই হাজারবিবি ধানের বীজতলা তৈরি,বীজ বপন ও চারা রোপণ পদ্ধতি সম্পর্কে।
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলা কৃষি প্রধান এলাকা। এখানকার কৃষিজীবী মানুষদের প্রধান ফসল ধান। গ্রামীণ মানুষদের জনপ্রিয় প্রজাতি হাজারবিবি ধান। জেনে নিন এই হাজারবিবি ধানের বীজতলা তৈরি, বীজ বপন ও চারা রোপণ পদ্ধতি সম্পর্কে। জানা যায়, এই হাজারবিবি ধানের চারা রোপনের আদর্শ সময় শ্রাবণ মাস। চারা রোপনের পাঁচ থেকে ছয় মাস পর অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাসে এই ধান কাটা হয়। অন্যান্য ধানের তুলনায় এই ধানে ফলন ভালো হওয়ায় গ্রামীণ এলাকার মানুষেরা এই ধান চাষে বেশি আগ্রহী ।
এই সময় কৃষকরা এই ধান রোপনের জন্য বীজতলা তৈরি করে বীজ রোপন শুরু করেছেন। কৃষকরা জানান হাইব্রিড ধানের তুলনায় হাজারবিবি ধানের ফলন বেশি হওয়ার পাশাপাশি এই ধান ঝড়, খরা ও লবণাক্ততা সহনীয়। এই ধানে রোগ পোকামাকড় আক্রমণ তুলনায় কম। এই হাজারবিবি ধান চাষে অধিক ফলন পাওয়া যায়। এই হাজারবিবি ধানের ফসল অন্যান্য জাতের তুলনায় তাড়াতাড়ি পরিপক্ক হয়। এত সুবিধাজনক হওয়ার কারণেই এই প্রজাতি ধান চাষের জনপ্রিয়তা বেশি।
advertisement
আরও পড়ুন ঃ গুণগত মান উন্নত,ফলনও বেশি! ‘পাঞ্জিপাড়ার হলুদ’ চাষেই ঝুঁকছেন এ জেলার কৃষকরা
হাজারবিবি বীজতলার আদর্শ জমি নির্বাচন:
advertisement
জানা যায় চারিদিক খোলা, রোদ পড়ে এমন উর্বর ও সেচ সুবিধাযুক্ত জমিতে এই ধানের বীজতলার জন্য নির্বাচন করতে হয়। ছায়াযুক্ত যায়গায় বীজতলা হলে ধানের চারা লম্বা ও লিকলিকে হয়ে যায় এবং চারা রোগাক্রান্ত হতে পারে। তাই এই ধান চাষের আগে ২-৩ কেজি জৈব সার দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে।জমিতে ভালোমত জল ও চাষ-মই দিয়ে, জমি থকথকে কাদাময় তৈরিকরে হাজারবিবি ধানের বীজতলা তৈরি করতে হয়।
advertisement
বীজ বপন সঠিক সময়: শ্রাবণ মাসে হাজারবিবি ধানের বীজতলা তৈরি করে বীজ বপন করা হয়। এই ধান কার্তিক ও অঘ্রাণ মাসে কাটা হয়।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 8:05 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: জেনে নিন জনপ্রিয় হাজারবিবি ধানের বীজতলা তৈরি, বপন ও চারা রোপণের পদ্ধতি