Uttar Dinajpur News: অল্প পুঁজিতে শুরু করুন কাগজের প্লেটের ব্যবসা, মাসের শেষে আয় হাজার হাজার টাকা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
বেকারদের কাছে দুর্দান্ত জীবিকার অপশন হতে পারে কাগজের প্লেট তৈরির ব্যবসা। অল্প পুঁজি বিনিয়োগ করে মাসের শেষে মোটা টাকা আয় করার সুযোগ
উত্তর দিনাজপুর: আপনি কি ব্যবসা করতে চাইছেন? কিন্তু অল্প পুঁজিতে কী ব্যবসা করবেন বুঝ উঠতে পারছেন না? চিন্তা নেই, এই সমস্যার এক দুর্দান্ত সহজ সমাধান আপনার জন্য নিয়ে এলাম আমরা। সামান্য টাকা দিয়ে শুরু করুন কাগজের প্লেট তৈরির ব্যবসা, আর মাস গেলে আয় করুন হাজার হাজার টাকা।
অনুষ্ঠান বাড়ি হোক কিংবা যেকোনও পুজো বা পিকনিক, আজকাল কাগজের প্লেটেই সবাই খাবার পরিবেশন করে। থার্মোকল ও প্লাস্টিকের প্লেট নিষিদ্ধ ঘোষণা করার পর কাগজের প্লেটের চাহিদা আরও বেড়েছে। ফলে এই ব্যবসায় নামলে শুরুতেই একটা বড় বাজার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার সামনে।
advertisement
advertisement
আপনি যদি কাগজের প্লেট তৈরির ব্যবসা শুরু করতে চান তবে খুব অল্প মূলধনে, মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়েও শুরু করতে পারবেন এই ব্যবসা। আর শুরুতেই যদি অনেক বড় করে এই ব্যবসা করার ইচ্ছে থাকে তবে ৫০ হাজার টাকাও বিনিয়োগ করতে পারেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাঞ্চন পল্লির বাসিন্দা রাজু সাহা এই কাগজের প্লেট তৈরি করেন। তিনি জানিয়েছেন, অল্প মূলধন দিয়ে এই ব্যবসা শুরু করলেও এখন মাসের শেষে ভালই রোজগার হয়। রাজু সাহা জানান, ২০১৪ সালে ১ লক্ষ টাকা পুঁজি দিয়ে তিনি এই ব্যবসা শুরু করেন। কাগজ প্লেট তৈরির বিভিন্ন রকম মেশিন পরবর্তীতে কেনেন।বর্তমানে মেশিনের মাধ্যমে প্রতিদিন দশ হাজারেরও বেশি কাগজের প্লেট তৈরি হয় তাঁর কারখানায়।
advertisement
এই পেপার প্লেটের ব্যবসায় লাভ কত? এই প্রশ্নের উত্তরে রাজুবাবু জানান, কাঁচামাল হিসেবে এক কিলো কাগজের দাম পড়বে ৪৫ টাকা। এই কাগজ দিয়ে ৪ ইঞ্চি মাপের ৫০০ টি বাটি ও ১২০ টি থালা তৈরি করা যায়। সব মিলিয়ে ১০০ বাটিতে আপনার লাভ হবে ১২ টাকা এবং ১০০ থালাতে আপনার লাভ থাকবে ১৬ টাকা। তাঁর মতে, একজন ব্যবসায়ী এই কাজ করে সারাদিনে তিন থেকে চার হাজার মতো লাভ করতে পারবেন।
advertisement
চারিদিকে চাকরির বাজার বেশ খারাপ। এই অবস্থায় চাকরির আশায় বসে না থেকে স্বল্প বিনিয়োগে এমন একটি দুর্দান্ত ব্যবসা শুরু করতে পারেন।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: অল্প পুঁজিতে শুরু করুন কাগজের প্লেটের ব্যবসা, মাসের শেষে আয় হাজার হাজার টাকা