Durga Puja Feature 2023: ছোট্ট দুর্গা বানিয়ে চমক নবম শ্রেণির পড়ুয়ার! সেই প্রতিমার পুজো হবে পাড়ার মণ্ডপে

Last Updated:

Durga Puja 2023 : নবম শ্রেণির ছাত্র সৌম্য। প্রতিমা বানানোই নয় দেবীর প্রতিমা থেকে ডাকের সাজ সবটাই একহাতে করে কালিয়াগঞ্জ শহরের মানুষদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সে।

+
দুর্গা বানাচ্ছে

দুর্গা বানাচ্ছে সৌমদীপ

উত্তর দিনাজপুর: সরস্বতী, বিশ্বকর্মা, জগন্নাথের পর এবার নিজের হাতে ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করছে কালিয়াগঞ্জ এর সৌম্যদ্বীপ পাল। ছোট্ট সৌম্যদ্বীপ নিজেই নিখুঁতভাবে তুলে ধরছে দেবীর মৃন্ময়ী রূপ। ইতিমধ্যে কালিয়াগঞ্জ-এর সৌমদীপের দুর্গা প্রতিমার কথা আশপাশের প্রত্যেকের মুখে মুখে। নবম শ্রেণির ছাত্র সৌম্য। প্রতিমা বানানোই নয় দেবীর প্রতিমা থেকে ডাকের সাজ সবটাই একহাতে করে কালিয়াগঞ্জ শহরের মানুষদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সে। সৌম্যদ্বীপের ছোট্ট দুর্গা এবার পুজো পাচ্ছে ঐক্য সম্মিলনীর বারোয়ারী পুজোয়।
তার মা পম্পা পাল জানান, ‘ছোট থেকেই খুব সুন্দর আর্ট করত সৌম্য। হঠাৎ একবার কাউকে কিছু না বলেই নিজের ইচ্ছে মতো দুর্গা প্রতিমা বানানো শুরু করে। সপ্তম শ্রেণিতে পড়া সৌমদীপের খেয়াল খুশি মতো করা সেই দুর্গা প্রতিমা দেখে বেশ চমকে যান বাবা-মা। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া বলেমাটির প্রতিমা বানাতে তার ভীষণ ভাললাগে ভবিষ্যতে কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করবার ইচ্ছে রয়েছে তার।
advertisement
advertisement
শেঠকলোনিতে তার বানানো মিনি দুর্গাএবার পূজিত হবেন শেঠ কলোনির ঐক্য সম্মেলনের মন্দির প্রাঙ্গণে। শুধু প্রতিমা গড়া নয় এতটুকু বয়সে প্রতিমার পাশাপাশি সৌমদীপের তৈরি বিভিন্ন ডিজাইনের ডাকের সাজপ্রশংসিত হয়েছে সকলের কাছে।আগামীতে অনেক বড় হোক সৌম্য এটাই সবার প্রার্থনা।

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Durga Puja Feature 2023: ছোট্ট দুর্গা বানিয়ে চমক নবম শ্রেণির পড়ুয়ার! সেই প্রতিমার পুজো হবে পাড়ার মণ্ডপে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement