Uttar Dinajpur News: অন্য মুডে দিলীপ ঘোষ! এই গরমের জন্য অনুরাগীদের শেখালেন শরবতের রেসিপি
- Published by:Uddalak B
Last Updated:
Uttar Dinajpur News: চৈত্র মাসের প্রচন্ড গরমে এখন কী করতে হবে? কী খেতে হবে সেটাও বলে দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ
করণদীঘি: চৈত্র মাসের প্রচন্ড গরমে এখন কী করতে হবে? কী খেতে হবে সেটাই বলে দিচ্ছেন রাজনৈতিক দলের নেতা। আজ এমনটাই দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে বিজেপির একটি দলীয় সভায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা গেল তাঁর কর্মীদের সামনে ঠিক এমন ভাবেই।
দিলীপ মজার ছলে বললেন, ''কী গো এটা। শরবত নাকি ? চিনি কতটা দিয়েছো। চিনি খাওয়া বারণ আছে আমার। ডাক্তার আমাকে মানা করে দিয়েছেন চিনি খেতে।'' এর পর এক জেলা নেতাকে তিনি বললেন , ''এই এটা খেয়ে দেখোতো। শরবত নাকি।'' এর পর দিলীপ বাবু একটু শরবত পান করার পর বললেন, ''খুব ভাল হয়েছে শরবত।'' শরবত খাওয়ার পর তিনি মন্তব্য করেন, ''এই শরবতে যদি একটু হালকা কালো নুন দেওয়া যেত তাহলে আরও ভাল লাগতো।। কারণ এখন শরীর থেকে নুন বেরিয়ে যাচ্ছে তো। তাই নুন ও চিনি মিলিয়ে ওটা এখনকার স্যালাইন ওয়াটার হয়ে যায়।গরমের সময়।''
advertisement
advertisement
আরও পড়ুন: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন
তিনি এদিন কর্মীদের বলেন, ''এই গরমে লেবু না থাকলেও নুন ও চিনি মিলিয়ে খাবে।হালকা হালকা। বেশি চিনি খেয়ে লাভ নেই। তাহলে শরীর থেকে নুন বেরিয়ে যায়। তিনি এদিন জেলা সভাপতি বাসুদেব সরকারকে দিলীপ বাবু বলেন আমাদের ওখানে গরমে পদ্ধতি আছে চিনি লবন ও লেবু দিয়ে জল দেওয়া। গরমের সময় ঠান্ডা পানীয় ফ্যানটা খাও এটা খাও ওটা খাও। ওগুলো না খেয়ে চিনি লবনের শরবত খাও সকলে।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2023 12:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: অন্য মুডে দিলীপ ঘোষ! এই গরমের জন্য অনুরাগীদের শেখালেন শরবতের রেসিপি






