করণদীঘি: চৈত্র মাসের প্রচন্ড গরমে এখন কী করতে হবে? কী খেতে হবে সেটাই বলে দিচ্ছেন রাজনৈতিক দলের নেতা। আজ এমনটাই দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে বিজেপির একটি দলীয় সভায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা গেল তাঁর কর্মীদের সামনে ঠিক এমন ভাবেই।
দিলীপ মজার ছলে বললেন, ''কী গো এটা। শরবত নাকি ? চিনি কতটা দিয়েছো। চিনি খাওয়া বারণ আছে আমার। ডাক্তার আমাকে মানা করে দিয়েছেন চিনি খেতে।'' এর পর এক জেলা নেতাকে তিনি বললেন , ''এই এটা খেয়ে দেখোতো। শরবত নাকি।'' এর পর দিলীপ বাবু একটু শরবত পান করার পর বললেন, ''খুব ভাল হয়েছে শরবত।'' শরবত খাওয়ার পর তিনি মন্তব্য করেন, ''এই শরবতে যদি একটু হালকা কালো নুন দেওয়া যেত তাহলে আরও ভাল লাগতো।। কারণ এখন শরীর থেকে নুন বেরিয়ে যাচ্ছে তো। তাই নুন ও চিনি মিলিয়ে ওটা এখনকার স্যালাইন ওয়াটার হয়ে যায়।গরমের সময়।''
আরও পড়ুন : প্রবল বর্ষণে মন্দিরের সামনে টিনের চালের উপর ভেঙে পড়ল বিশাল নিম গাছ, নিহত ৭ পুণ্যার্থী
আরও পড়ুন: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন
তিনি এদিন কর্মীদের বলেন, ''এই গরমে লেবু না থাকলেও নুন ও চিনি মিলিয়ে খাবে।হালকা হালকা। বেশি চিনি খেয়ে লাভ নেই। তাহলে শরীর থেকে নুন বেরিয়ে যায়। তিনি এদিন জেলা সভাপতি বাসুদেব সরকারকে দিলীপ বাবু বলেন আমাদের ওখানে গরমে পদ্ধতি আছে চিনি লবন ও লেবু দিয়ে জল দেওয়া। গরমের সময় ঠান্ডা পানীয় ফ্যানটা খাও এটা খাও ওটা খাও। ওগুলো না খেয়ে চিনি লবনের শরবত খাও সকলে।
পিয়া গুপ্তানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dilip Ghosh